পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*यकी émዖዓ গোপালনগর পো, বারাকপুর গ্রাম औ३ कांख्रिक् ७७és জেন্থের অক্ষণেন্দ্ৰ, তুমি নিশ্চয় আশ্চর্য হচ্চি এতদিন আমার চিঠি না পেয়ে। আমি এতদিন পূজোর ছুটিতে ভ্ৰমণে বেরিয়েছিলাম, টাইবাসা হয়ে কেউনঝর স্টেটের জয়ন্তগড় (বৈতরণী নদীর ধারে ) suO YKYSKDD BDBBDS SDBD SB LDDLK DB LLBE LDLLDB YB LBLuDS অভিনন্দনও পেয়েছি। দিল্লীর ধারা আমার জন্মদিনে আমাকে স্মরণ করেছিলেন, তঁদের D L DYYKYS St KLBD SBYB gBBBDODO g SYLL sL LLuY DBu পাত্ৰাপাত্র বিবেচনা করে না জানি, তবু আমি ঈশ্বর-সমীপে এই প্রার্থনা করি আমাকে যেন তিনি এই সব দেহশ্ৰীতির উপযুক্ত করেন। দেশের ও দশের সেবায় যেন আমি আরও একাগ্ৰ হোতে পারি, বঙ্গবাণীর পাদপীঠমূলে আমার দেওয়া বন্ধপুষ্পটি যেন সমৃদ্ধতর অর্ঘ্যচন্দনের ভিড়ে হারিয়ে না যায়। এ ছাড়া আমার আর কিছুই বলবার নেই। এ সম্বন্ধে। আমি বহুদিন প্রবাসে কাল কাটিয়েচি, সমান্ত প্রবাসী বাঙালীকে আমি প্ৰতিবেশী বলেই ভাবি, দিল্লীস্থ প্রবাসী বন্ধুদের প্রতি আমার আন্তৱিক কৃতজ্ঞতা জ্ঞাপন করাচি। যদি বড়দিনের সময় কানপুরে যাওয়া ঘটে, তবে হয়তো দিল্পী পৰ্যন্ত গিয়ে স্ট্রাদের সকলের সঙ্গে দেখাশুনো eart আশা করি তুমি ভাল আছে। তোমরা ৮বিজয়ার গ্ৰীতি ও শুভেচ্ছা গ্ৰহণ করে। দেরি হোল তাই কি ? হ্যা, একটা কথা। তুমি লিখেচ এই অভিনন্দন সম্বলিত পত্র পাঠানোর আগে তুমি দুখানা পত্র আমায় লিখোঁচ, আমি কিন্তু তা আদৌ পাই নি। তোমাৱ চিঠি অনেকদিন পাচ্চি না কেন বলে আমি একটু বিস্মিত হয়ে উঠেছিলাম। আমার ঠিকানা ওপরে দিলাম । তোমায় বাবাকে নমস্কার জানিও। তঁর শরীর কেমন আছে ? তোমার কাকীমার শরীর খুব ভাল যাচ্চে না, সেজন্ধে একটু চিন্তিত আছি। আগামীকালতিন দিনেয় জয়ে শান্তিনিকেতনে যাবে সঞ্জনী দাসের সঙ্গে। রথীন্দ্ৰনাথ ঠাকুর আমাকে কি জয়ে ডেকেচোন তা জানিনে-সিজনীকে অনুরোধ করেছেন আমায় নিয়ে যেতে। কিছু বুঝতে পারটি নে। আচ্ছা দিল্লীতে নীরদ চৌধুরী আছে নিশ্চয়ই জানো। রেডিওতে যুদ্ধবিষয়ে বলে, খুব পণ্ডিত লোক। নীরদ আমার সহপাঠী ছিল রিপন কলেজে। আমার বিশেষ বন্ধু। ওর সঙ্গে দেখা হয় তোমার! আমার কথা ওকে গিয়ে বোলো। চিঠি দিতে বোলে, আমায় ঠিকানা দিও। ওয়া সংবাদ পেলে সুখী হবে। “দেবযান বেরিয়েচে আমার। পড়েচ ( বইটা ওখানে যদি গিয়ে থাকে লাইব্রেরীতে পড়ে দেখো। সজনী সেদিন বনফুলের কাছে আমার সামনেই বইখানার সম্বন্ধে অনেক ভাল