পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vess বিভূতি-রচনাবলী যায় পূর্বেই সে কথার উল্লেখ করা হইয়াছে। উহার প্রখম প্রকাশিত গ্ৰন্থ ‘পখেয় পাঁচালী’তে “নীল কুঠির কথা প্ৰসঙ্গক্ৰমে অনেকবার আসিয়াছে। প্রাসঙ্গিক অংশ লক্ষ্যণীয় ঃ “তাহার পর অনেকদিন হইয়া গিয়াছে। শাঁখারী পুকুরে লাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে, চলিয়া গিয়াছে। চক্ৰবৰ্ত্তাঁদের ফাকা মাঠে সীতানাখ মুখুজ্যে নতুন কলমের বাগান বলাইল এবং সে সব গাছ আবার বুড়া হইতেও চলিল। কত ভিটায় নতুন গৃহস্থ বসিল, কত জনশূন্ত হইয়া গেল, কড গোলোক চক্রবর্তী, ব্ৰজ চক্ৰবৰ্ত্তী মরিয়া হাজিয়া গেল, ইছামতীয় চলোশ্মি-চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্তকাল-প্রবাহের সঙ্গে পাল্লা দিয়া ফুটায়ামত, ঢেউয়ের ফেনার মত, গ্রামের নীল কুঠির কত জনসন টমসন সাহেব, কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল।” (বিভূতি-রচনাবলী, প্রথম খণ্ড, “পথের পাঁচালী, পৃ. ৫ ) { অপুর প্রথম নীলকুঠি পরিদর্শনের কথাও এখানে উল্লেখ্য : "", --নদীর ধারের বাবলা ও জীওলা গাছের আড়ালে একটা বড় ইটের পাজার মত জিনিস নজরে পড়ে, ওটা পুরানো কালের নীলকুঠির জালঘরের ভগ্নাবশেষ। সেকালে নীল কুঠির আমলে এই নিশ্চিন্দিপুর বেঙ্গল ইণ্ডিগো কনসার্নের হেড কুঠি ছিল, এ অঞ্চলের চৌদ্দটা কুঠির উপর নিশ্চিন্দিপুর কুঠির ম্যানেজার জন্য লারমার দোর্দণ্ড প্ৰতাপে রাজত্ব করিত। এখন কুঠির ভাঙা চৌবাচ্চাঘৱ, জলধর, সাহেবের কুঠি, আপিস, জঙ্গলাকীর্ণ ইটের স্তুপে পরিণত হইয়াছে। যে প্রবল প্ৰতাপ লারমার সাহেবের নামে এক সময় এ অঞ্চলে বাঘে-গরুতে একঘাটে জল খাইত, আজকাল দু’। একজন অতি বুদ্ধ ছাড়া যে লোকের নাম পৰ্যােস্ক কেই জানে না।” (বিভূতিরচনাবলী, প্ৰথম খণ্ড, পথের পাঁচালী, পৃ. ২৮ ) { 事 "হরিহর বলিল-কুঠি কুঠি বলছিলে, ঐ স্থাখে৷ খোকা সাহেবদেয় কুঠি-দেখেচোঁ ? নদীর ধারের অনেকটা জুডিয়া সেকালের কুঠিটা যেখানে প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্ৰ জপ্তর কঙ্কালের মত পড়িয়াছিল, গতিশীল কালের প্রতীক নির্জন শীতের অপরাহ্ তাহার উপর অল্পে অল্পে তাঁহার ধূসর উত্তরচ্ছদ-বিশিষ্ট আস্তরণ বিস্তার করিল। ‘কুঠির হাতার কিছু দূরে কুঠিয়াল লারমার সাহেবের এক শিশু-পুত্রের সমাধি পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়িয়া আছে। বেঙ্গল ইণ্ডিগো কনসার্নের বিশাল হেড কুঠির এইটুকু ছাড়া অঙ্গ কোনও চিহ্ন আর অখণ্ড অবস্থার মাটির উপর দাড়াইয়া নাই। নিকটে গেলে অনেক কালের কালে পাথরের ফলকে এখন গুঞ্জ পড়া যায়-- Here lies Edwin Lermor The only son of John & Mrs. Lormor. Born May 13, 1853. Died April 27, 1860. SLK TTD Ku BBB SBB TD Lz BB KDu T S KLDDLD D বিস্তার করিয়া বাড়িয়া উঠিয়াছে, চৈত্র বৈশাখ মাসে আড়াই বাকীয় মোহন হইতে প্ৰবাহDD BB BDBD DiL DDBiB guuBDDB BtSDD BBB DDD DB BDB BDYS