পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8R বিভূতি-রচনাবলী উদয়গিরি খাগুগিরির খামশোক, প্ৰাচীন যুগের তাপখীদের আশ্রমগুলির ছবি আমার মনে যে অল্প এঁকে দিয়েছে তখনও তাতে বিভোয় হয়ে আছি, এমন সময় ওবাড়ির খুড়িমা এসে বললেন-ওম, পুরী থেকে চলে এলে তুমি, আমি যে যাচ্ছি স্নখ দেখতে। ASALT DD DB DBDDB BiBS DBDD DBB BBSDDDD --তখন কি ঠিক ছিল বাবা ? কাল বসে ঠিক করলাম। আমি যাব। আর বোষ্টম-বে। -আমার সঙ্গে যদি যেতেন। আপনারা কখনও পুস্ত্রী যান নি, বিদেশেও বেরোননি, এক যাওয়া। এতদূৱ। বিপদে না পড়েন। -তুমি বাবা তোমার জানাগুনে লোককে চিঠি লিখে দাও । পাণ্ডাদেরও চিঠি লেখ। 捧 掌 একদিন কুমোর পাড়ার পথ দিয়ে বিকেলে আসছি, হঠাৎ সামনে পড়ে গেল বুধো মণ্ডল আমি বললাম-কি য়ে, তোর মা ভাল আছে ? --প্ৰাতো পেলাম। অজ্ঞে বাবু যা তো ছিক্ষেত্তর গিয়েছে। -সে কি ! তোর মা গিয়েছে ? কই জানি নে তো ? কার সঙ্গে ? -আমার শালীর ছেলে আর এক খুঁড়-শাশুড়ি গেল কিনা রখে, তাদেরই সঙ্গে । { বিভূতি-রচনাবলী, দ্বাদশ খণ্ড, পৃ. ২৯৩ ) { ‘ভুবনেশ্বরে বিন্দু সরোবরের তীরে বাধা ঘাটের সোপানে খুড়িমা সিক্ত-বসনে কাপড় ছাড়বার ব্যবস্থা করছেন, হঠাৎ অল্প দূরে কাকে দেখে তিনি অবাক হয়ে সেদিকে চেয়ে রইলেন। পাশেই ছিল বেষ্টম-বেী, তাকে বললেন-হঁ্যাগ বোষ্টম বো, ও কে দেখ তো ? আমাদের গায়ের বুধের মা না ? শশী বৈরাগীয় বেী চোখে কম দেখে। সে বললে-না মা ঠাকরুণ বুধের মা এখানে বসে থেকে আসবে ? আপনি যেমন । -এগিয়ে দেখ না বেী, আন্দাজে মায়ালে হয় না। ও ঠিক বুধের মা ! যাও গিয়ে q፱፻፵ qዛ | বুধের মা হঠাৎ সামনে স্বগ্রামের বোষ্টম-বেীকে দেখে ই করে রইল।” { বিভূতিW5Rff, vs. VG, P. IIs ) | ‘পরম্পর আলাপ আপ্যায়নের পয় বিস্ময়ের প্রথম বেগ কেটে গেলে সবাই পরামর্শ করে। ঠিক করলে, এখন থেকে ওরা এক সঙ্গে থাকবে সবাই । সেদিন একই ধৰ্ম্মশালায় সবাই গিয়ে উঠল, মন্দির দর্শন করলে, পরদিন সকালে একত্র গরুর গাড়িতে থওঁ গিরি উদয়গিরি बाजा काण।' (दिफूड-ब्रानांदगी, चांशतथ७, श्रृं. २०g )। ; “খুচুৰ সকালে রওনা হয়ে ওরা বেলা সাতটার সময় খণ্ডগিরি উদয়গিরির পাদদেশে বননিকুজের পৌঁছে গেল। খুড়িমা লেখাপড়া জানতেন, দু-একখানা মাসিক পত্রিকায় খণ্ডগিরির বিবরণও পড়েছিলেন। তিনি সন্দিনীদের সব বুঝিয়ে দিতে লাগলেন।-----