পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 에fi5 8. YLLLTY KLL KS S DLL LLDB iLBBBLzS BB ELB K S BBL হয়ে গিয়েছে কাটিংগুলো। কত বত্বে কাটিং গুলোর ওপরে নিজের হাতে তারিখ লিখেছিলেন BLDSLBLBL EDD LLLSSDLE GL DLLLLSSL BBBB LL LLLLLLBL BBB BBB BLB সব তারিখকে যেন বহুযুগ পূর্কের কথা বলে মনে হচ্ছিল। আমার। আমি তখন ছেলে মানুষ, হয়তো তুততলায় রাখাল মাস্টারের পাঠশালায় পড়ি। কত কাল কেটে গিয়েছে তারপরে, কত ঘটনা ঘটে গেল আমার জীবনে, তবে এসেছে। ১৯৩৪ সাল আজ। আর উনি সেই সব দিনের নামজাদা লেখক।” (বিভূতি-রচনাবলী, দ্বাদশ খণ্ড, পৃ. ৩১১)। “দুটি মন্তর’ গল্পটির উৎস অজ্ঞাত। সম্ভবত নদীয়া ধশোহুর সীমান্ত অঞ্চলের কোনো লোকশ্রুতি শুনিয়া গল্পটি রচনা করিয়া থাকিবেন । “পায়রা গাছির ফকির’-এর কথা বৰ্ত্তমান খণ্ডের অন্তর্ভুক্ত গল্প “বুধের মায়ের মৃত্যু” নামক গল্পেও উল্লেখ পাওয়া যায় ;

  • --অজ পাড়াগাঁয়ে বাড়ি, কে ঔদেয় নাম শোনাচ্ছে ? সে জানে পায়রা গাছিয় ফকিরের নাম। পায়রা গাছির ফকির ও মন্ত সাধু। সেবার তার একটা গাই গরু কি খেয়ে হঠাৎ মরে যায়। আর কি, সবাই বললে পায়রা গাছির ফকিরের খুব ক্ষমতা। বুধোকে সেখানে পাঠানো হল। ফকির সাহেবের সামান্য কি শুষুণে গরু একেবায়ে চাঙ্গা হয়ে উঠল। ওরা সবাই ভাল, সবাই বড়। সেই কেবৃন্তু পাপী।

বুধের মা-ও দুহাত জুড়ে পারাৱা গাছির ফকির সাহেবের উদ্দেশে প্ৰণাম করে। (বিভূতিsaia, strţss, v. a • ) “ফড়িখেলা’ ও ‘হাটী’ গল্পের উৎস অজ্ঞাত। সম্ভবত অভিজ্ঞতা প্রসুত তাহার এই গল্প দুইটি স্থানীয় কোনো গ্ৰাম্য মেলা ও হাট ভ্ৰমণ করিয়া তিনি রচনা করিয়াছিলেন। বিভূতিভূষণ বিহার বন বিভাগের অবসরপ্রাপ্ত মূখ্য অধিকৰ্ত্তা শ্ৰীযুক্ত যোগেন্দ্ৰ নাথ সিনহার সঙ্গে সস্ত্রীক ১৯৪৩ সালের জানুয়ায়ী মাসে প্রথম বিহারের ছোটনাগপুর বিভাগের সারাণ্ডা অরণ্য ভ্ৰমণ করেন। সে ভ্রমণ কাহিনী তাহার “হে অরণ্য কথা কও, দিনলিপি এবং “বনে পাহাড়ে' ক্ৰমণ কাহিনীতে লিপিবন্ধ আছে। “অৱণ্যকাব্য’ গল্পটিতেও সে কথার ইঙ্গিত পাওয়া যায়। ‘অরণ্যকাব্য’ গল্পটির আরম্ভণ্ড মাঠা বুকু ফরেস্ট বাংলোতে শুরু হয়। গল্পটির পটভূমিকাল যে ১৯৪২/৪৩ সােল তাহার ইঙ্গিীত “অরণ্যকাব্য’ গল্পোয় মধ্যে পাওয়া যায়। “---আর আছেন বাঘমুণ্ডি সার্কেলের ভারপ্রাপ্ত ইনজিনিয়ার মিঃ সরকার, ইনি নতুন DD EEB DBEK BE DBD DBBD D DD DDD DBB BDBDD DDDu ক্ষুদ্রগ্রামে ; কয়েক মাস হল বর্শা থেকে অতি কষ্ট প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন, জাপ অভিযানের তোড়ের মুখে৷ ” (বিভূতি-রচনাবলী, স্বাদশখণ্ড, পৃ. ৩৩৫ ) । BBiDDDD DDBDu uDi BBu iEB DBD BBDBB BDD DBDBS স্বায়া-প্রাসদিক অংশ যেখান হইতে উদ্ধৃত করিতেছি : “দেড় ঘণ্টা মোটর চালানোর পর বন একটু পরিষ্কার হোল। দুয়ে দেখা গেল। লালটালির দু’চারখানা ঘর বাড়ী। মিঃ সিংহ বললেন ==গুই হোল পোলো