পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

% ob” --- বিভূতি-রচনাবলী থামলে জার্মানীতে যাব, মস্ত জাত—বিরাট ভাইটালিটি—গয়টে, অস্টওয়ালডের দেশ–ওখানে কি আর না যাব ? অনিল অপুর বিদেশে যাইবার টান জানে—বলিল, আপনাকে নিয়ে যাবার চেষ্টা করবো। না-হয় দু'জনে আমেরিকায় চলে যাব—আমি সব ঠিক করব দেখবেন। অনিলের প্রভাব যেমন অপুর জীবনে বিস্তার লাভ করিতেছিল, সঙ্গে সঙ্গে অপুর চরিত্রের পবিত্রতা, মনের ছেলেমামুষি ও ভাবগ্রাহিত অনিলের কঠোর সমালোচনা ও অঘথা আক্রমণ-প্রবৃত্তিকে অনেকটা সংযত করিয়া তুলিতেছিল। দূরের পিপাসা অপুর আরও অনেক বেশী, অনেক উদ্ধাম—কলিকাতার ধোয়াভরা, সঙ্কীর্ণ, ভ্যাপস-গন্ধ সিওয়ার্ড ডিচের ভিতর হইতে বাহির হইয়া হঠাৎ যেন একটা উদার প্রান্তর, জ্যোৎস্না-মাথা মুক্ত আকাশ, পাখিদের আনন্দভরা পক্ষ-সঙ্গীতের, একটা বন-প্রাস্তুের রহস্তের সাক্ষাৎ পাওয়া যায় অপুর কথার স্বরে, জীবন-পিপাসু নবীন চোখের দৃষ্টিতে, অন্ততঃ অনিলের তো মনে হয়। কোন পথে যাওয়া হইবে সে কথা উঠিল। অপু উৎসাহে অনিলের কাছে ঘেষিয়া বলিল—এসো একটা প্যাক্ট করি—দেখি হাত ? এসো, আমরা কখখনো কেরানীগিরি করব না, পয়সা পয়সা করব না কথখনো—সামান্ত জিনিসে ভুলব না কখনও—ব্যাস পরে মাটিতে একটা ঘুসি মারিয়া বলিল—খুব বড় কাজ কিছু একটা করব জীবনে। অনিল সাধারণত: অপুর মত নিজের প্রশংসায় পঞ্চমুখ হইয় উঠে না, তবুও আজ উৎসাহের মুখে অনেক কথা বলিয়া ফেলিল, বিলাতে পড়া শেষ করিয়া সে আমেরিকায় যাইবে, জাপান হইয়া দেশে ফিরিবে। বিদেশ হইতে ফিরিয়া সারাজীবন বৈজ্ঞানিক গবেষণা লইয়াই থাকিবে। অপু বলিল—যখন দেশে ছিলাম, তখন আমার একখানা ‘প্রাকৃতিক ভূগোল’ ব’লে ছেড়া, পুরনো বই ছিল—তাতে লেখা ছিল এমন সব নক্ষত্র আছে, যাদের আলো আজও এসে পৃথিবীতে পৌছয় নি, সে-সব এত দূরে—মনে আছে, সন্ধের সময় একটা নদীতে নৌকো ছেড়ে দিয়ে নৌকোর ওপর বসে সে কথা ভাবতাম, ওপারে একটা কদম গাছ ছিল, তার মাথাতে একটা তারা উঠত সকলের আগে, তারাটার দিকে অবাক হয়ে চেয়ে চেয়ে দেখতাম —কি যে একটা ভাব হ’ত মনে! একটা mystery, একটা uplift-এর ভাব-ছেলেমান্বষ তখন, সে-সব বুঝতাম না, কিন্তু সেই থেকে যখনই মনে দুঃখ হয়েছে, কি কোনও ছোট কাজে মন গিয়েছে, তখনই আকাশের নক্ষত্রদের দিকে চাইলেই আবার ছেলেবেলার সেই upliftএর ভাবটা, একটা joy বুঝলে ? একটা অদ্ভূত transcendental joy-Gi उiहे মুখে তোমাকে— 馨 বেলা পড়িলে দু’জনে স্টীমারে কলিকাতায় ফিরিল। পরদিন কলেজের ফমন-ক্ৰমে অনেকক্ষণ আবার সেই কথা। कtणछ श्रउ ऎ९छूझ भएन वांश्द्रि इहेबां बनिण अष८ष cबांकांप्न ७क कां* की थॉरेण,