পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3е е বিভূতি-রচনাবলী BBBBB BBBDD DBBB B BBBS DD DDD SDH DDD BBDS wijnt ze afwijfstan eRefs nta strt5-I am re-living my childhood days —কোন দিনটার কথা মনে আসচে আজ .যেদিন বাবার সঙ্গে তম্রেজ ও আমি দক্ষিণ মাঠের চাটুষ্যেদের জমি মাপতে ঘাই, প্রথম দক্ষিণ মাঠ দেখলাম—কত কুশবন, খোলা মাঠ, আকন্ম গাছ, সেই একদিন আর যেদিন আতরালি কালীদের গরুর লেজ কেটে দিয়েছিল, চণ্ডীমণ্ডপে তার বিচার হল—এই দুটি দিন। আজি দুপুরে হরিনাভি স্কুলের ছাত্ররা এসেছিল। একখানা বই দিলাম, নিয়ে গেল। এইমাত্র ভয়ানক দু-ঘণ্টাব্যাপী ঝড়-বৃষ্টি হয়ে গেল—এ বছরে এই প্রথম বৃষ্টি—সামনের রাস্তায় এক হাটু জল জমেচে—একটা পাগল কি চীৎকার করে বলতে বলতে যাচ্ছে। এখনও একটু একটু বৃষ্টি হচ্চে—আর জোর বিদ্যুৎ চমকাচ্চে—মোটরগুলো জল ভেঙে যাচ্চে—কি শকট । রবিবাসরে যে বেলফুলের মালাটা দিয়েচে—তার সুন্দর গন্ধ বেরুচ্চে । রাত এগারটা । আজ রাত্রে ঘুমুতে ইচ্ছে হচ্ছে না—একটা উত্তেজনা, একটা অপূর্ব অনুভূতির আননা । অনেকদিন পরে মনে পড়ে একটা কথা। বাবা আড়ংঘাট থেকে ঘোর জরে অভিভূত হয়ে বাড়ি ফিরে দাওয়ায় উঠেই প্রথম কথা বলেছিলেন—থোকা কৈ, খোকা—? অথচ তিনি জানতেন আমি বোর্ডিং-এ আছি। সেই অমুখ থেকে আর তিনি ওঠেন নি। জীবনের সেই প্রথম শোক। সে কি অপূর্ব অনুভূতির দিনগুলো—তার কি তুলনা আছে ? হাজার বছর বাচলেও কি সে সব দিনের কথা ভুলবো কখনও ]. এই দীর্ঘ ষোল বছরের মধ্যে মাঝে মাঝে কথাটা মনে পড়েই কি অদ্ভুত আনন্দ ও প্রেরণা পেয়েচি ! বাইরের অন্ধকার আকাশটার দিকে চেয়ে ফিরে দাঁড়ালাম কি অদ্ভুত ধে মনে হচ্ছিল! ঘন ঘন বিদ্যুৎ চমকাচে, কোন মহাশক্তির বিরাট কন্দুকক্রীড়া যেন এই বিশ্বব্রহ্মাণ্ড ও তার প্রাণীদলের উত্থান-পতনে—যুগ-যুগান্তর ধরে প্রাণীদল তাদের অতি সত্যকার হাসি-অশ্র সুখ-দুঃখ ধরে, কোথায় ভেসে চলে গিয়েচে–ওপরে সব সময় লক্ষ বৎসর ধরে এই মহাশক্তিটি তার বিদ্যুৎ, চৌম্বকশক্তি, জানা অজানা কত শক্তি নিয়ে কোন কাজ করছেন তা বুঝতেও পারুচি নে আমরা। মোটে তো পয়ত্রিশ বছর এই ব্যাপার দেখচি—তাও না জ্ঞান হয়েচে আজ ছাব্বিশ-সাতাশ বছর। লক্ষ বৎসরের তুলনায় সাতাশ বছর কতটুকু "সত্যিই এমন সব জীব আছেন, যাদের তুলনায় এই পত্রিশ বছরের আমি—আমার স্বঃ বালক অপুর মতই অবোধ, অসহায়, কৃপা ও করুণার পাত্র-নিতান্ত শিশু। কি জানি, কি বুঝি ?.কত আৰোল ভাবোল ভাবি, কোনোটাই হয়তো সত্যি নয় তার। সত্যি কি অপূর্ব বৈকাল ...আজ অনেকদিন পরে দেশে ফিরেচি। ५हे मर्थ-बांदब्रों দিন বৃক্টর জন্তে আর সুবিধা করতে পারি নি। আজ একেবারে মেঘনিমুক্ত, অদ্ভূত