পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৌরীফুল অন্ধকার তখনও ঠিক হয় নাই। মুখুয্যে-বাড়ির পিছনে বঁাশবাগানে জোনাকীর দল সাজ জালিবার উপক্রম করিতেছিল। তাল-পুকুরের পাড়ে গাছের মাথায় বাহুড়ের দল কালে হইয়া ঝুলিতেছে—মাঠের ধারে বাশবাগানের পিছনটা স্বর্যাস্তের শেষ-আলোর উজ্জল । চারিদিক বেশ কবিত্বপূর্ণ হইয়া আসিতেছে, এমন সময় মুখুয্যেদের অন্সর-বাড়ি হইতে এক তুমুল কলরব আর হইচই উঠিল। বৃদ্ধ রামতন্ত্র মুখুয্যে শিবকৃষ্ণ পরমহংসের শিক্ষ। তিনি রোজ সন্ধ্যাবেলায় আহুতি দিয়া থাকেন, এজন্ত প্রায় একপোয়া খাটি গাওয়া ঘি তার চাই। তিনি নানা উপায়ে এই ঘি সংগ্ৰহ করিয়া ঘরে রাখিয়া দেন। অন্তদিনের মত আজও তাকের উপর একটা বাটিতে ঘি-টা ছিল, র্তার পুত্রবধূ সুনীল সেই বাটি তাকের উপর হইতে পাড়িয়া সে ফিটার সমস্তই দিয়া খাবার তৈয়ারী করিয়াছে। রামতন্থ মুখুধ্যে মহকুমার কোর্টে গিয়াছিলেন,ও-পাড়ার চৌধুরীদের পক্ষে একটা মকদ্দমার সাক্ষ্য দিতে । বিপক্ষের উকীল তাকে জেরার মুখে জিজ্ঞাসা করেন—আপনি গত মে মাসে পাচু রায় আর তার ভাইয়ের পাচিলের জায়গা নিয়ে মামলায় প্রধান সাক্ষী ছিলেন না ? রামতন্থ মুখুয্যে বলিয়াছিলেন—ই তিনি ছিলেন। উকীল পুনরায় জেরা করিয়াছিলেন—দু-নালির চৌধুরীদের কান-সোনার মাঠের দাদার মকদ্দমার আপনি পুলিশের দিকে সাক্ষ্য দিয়াছিলেন কি না ? রামতন্তু মহাশয়কে টোক গিলিয়া স্বীকার করিতে হইয়াছিল যে তিনি দিয়াছিলেন বটে। বিপক্ষের উকীল আবার প্রশ্ন করেন—আচ্ছ, এর কিছুদিন পরেই বড়-তরফের স্বত্বের মামলায় আপনি বাদী-পক্ষের সাক্ষী ছিলেন কি না ? কৰে তিনি এ সাক্ষ্য দিয়াছিলেন, মুখুয্যে মহাশয় প্রথমটা তাহা মনে করিতে পারেন নাই, তারপর বিপক্ষের উকীলের পুনঃ পুনঃ কড়া প্রশ্নে এবং মূলেফবাবুর ভ্ৰকুটি-মিশ্রিত দৃষ্টির সম্মুখে হতভাগ্য রামতনুর মনে পড়িয়াছিল যে তিনি এ সাক্ষ্য দিয়াছিলেন বটে এবং এই গও জুলাই মাগে এই কোটেই তাহা তিনি দিয়া গিয়াছেন। তারপর কোটে কি ঘটিয়াছিল, বিপক্ষের উকীল হাকিমের দিকে চাহিয়া রামতন্ত্রর উপর কি বাদোক্তি করিয়াছিলেন, রামতন্ত্র উকীল-মামলার ভর্তি মুন্সেক্ষবাবুর এজলালে হঠাৎ কিরূপে সপুষ্প সর্বপক্ষেত্রের আবিষ্কার করেন, সে সকল কথা উল্লেখের আর প্রয়োজন নাই। তবে মোটের উপর বলা যায়, রামতন্ত্র মুখুয্যে যখন বাটী আসিয়া পৌঁছিলেন, তখন উীর भबैौदबद्र ७ यानब्र अषश भूवहे थांब्रांन। ८कांषांद्र ७ अवशांब उिनि,डांदिब्रांझिटणन शंठ गा DD Lgg DD gDD DBB BBB BB BBB BBBBBB BBBB BBB DD