পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

veళిషి বিভূতি-রচনাবলী বরের পান্ধী পাকুড় তলায় নামাইল । বর পান্ধী হইতে বাহির হইল। বরকে এ-পর্যস্ত এখানকার কেহ দেখে নাই, বরের জ্যাঠামশাই আসিয়া সব ঠিকঠাক করিয়া গিয়াছিলেন। বয়স চল্লিশের কাছাকাছি হইবে, দোজপক্ষে বিবাহ করিতেছে, এবং খুব ফরসা না হইলেও কালো নয়, বেশ স্বাস্থ্য, মাখার সামনের দিকে একটা ছোট টাক।-- চাটুয্যে-গিৰী অনেকক্ষণ হইতে একদৃষ্টি পান্ধীর দিকে চাহিয়াছিলেন। বি-বউরা উলু দিয়া কলরব করিয়া উঠিলে তাহার যেন চমক ভাঙ্গিল। তিনি তো জানিতেন সুরেন আসিতেছে না, আসিতে পারে ন—তবুও পান্ধী হইতে মুরেনের পরিবর্তে ইহাকে আসিতে দেখিয়া তিনি নিরাশ হইলেন কেন—কে জানে।