পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&W, বিভূতি-রচনাবলী গিয়েচে, তারই ধীরে কার্গিরোভ বলে একটি ছোট স্টেশন আছে, সেখান থেকে বত্ৰিশ মাইল ঘোড়ার চেপে যেতে হবে তার ওখানে পৌছুতে। তিনি স্টেশনে ঘোড়া ও লোক রেখে দেবেন আমার চিঠি পেলে । আমার সেই বন্ধুটির ছোট ভাই কলকাতায় থেকে কলেজে পড়ে। তার সঙ্গে গিয়ে একদিন দেখা করলাম। সে-ও আমায় খুব উৎসাহ দিলে। সে ছুটিতে একবার সেখানে গিয়েছিল, চমৎকার জায়গা, গ্রামের ধারেই বিশাল বনভূমি, হরিণের দল চরে বেড়ায়, ময়ুর তো যথেষ্ট, গ্রামের গাছপালার ডালে বনময়ুর এসে বসে—ইত্যাদি। আমি বললুম—কোন সময় যাওয়া ভালো ? এখন তো বর্ষাকাল । —পূজোর সময় রাস্তাঘাট ভালো হয়ে যায়, পাহাড়ী ঝরনার জল শুকিয়ে যায়—সেই गभ८ब्रहे यांन । ঠিক হল সে-ও পূজোর ছুটিতে আমার সঙ্গে যাবে। কিন্তু মাস-দুই পরে যখন পূজোর অবকাশ এসে পড়লো—সে বললে, তাকে একবার তাদের গ্রামে যেতে হবে, এখন সে যেতে পারবে না। আমি তাকে বললুম—তোমার দাদাকে চিঠি লিখে দাও আমি ষষ্ঠীর দিন কলকাতা থেকে রওনা হবো, তিনি যেন সব বন্দোবস্ত রাখেন। সে বললে—ঘোড় চড়তে পারেন তো ? বত্ৰিশ মাইল ঘোড়ার ওপর যেতে হবে। রাস্তাও খুব ভালো না। উচুনীচু পাহাড়-জঙ্গলের রাস্ত । আমি তাকে আশ্বস্ত করলুম, ঘোড়ায় চড়া আমার যথেষ্ট অভ্যাস আছে। ওর চেয়ে বেশি পথও আমি ঘোড়ায় চড়ে গিয়েচি। দিন ঠিক করে দুজনেই দুখানা পত্র দিলাম তার দাদার কাছে । নির্দিষ্ট দিলে জিনিসপত্র নিয়ে হাওড়া স্টেশন থেকে বেঙ্গল নাগপুর রেলপথের বম্বে মেলে রওনা হলাম। সেবার সারা বর্ষাকাল ধরে খুব বৃষ্টি হয়ে দিন-পনেরে কুড়ি আকাশ বেশ নির্মল হয়ে রৌদ্র ফুটেছিল। যাবার সময় দেখলুম রেলের দুধারে যথেষ্ট ধান হয়েছে, ফসল খুব ভালো হবে। বৈকালের ছায়ায় বহুদূরবিস্তৃত তামল ধানক্ষেতের শোভা দেখতে দেখতে কোলাঘাটে পৌছে গেলুম। রূপনারায়ণের পুল যখন পার হই, তখন সন্ধ্যার অন্ধকার নেমেচে । বম্বে মেল ঝড়ের বেগে ছুটে চলে গিধনি, ঘাটশিলা, গালুড়ি পার হয়ে গেল। রাত হয়েচে বেশ —আমার মুশকিল হয়েচেখড়গপুর জংশনে খাবার কিনিনি, ভেবেছিলুম তখনও তত রাত হয়নি—আগের কোনো স্টেশনে কিনবো এখন। বি এন আর সম্বন্ধে অভিজ্ঞতা ছিল না—এ লাইনে যে ভালো খাবার পাওয়া যায় না, তখন তা জানতুম না। অপক্লষ্ট ঘি-এ ভাজা পুরী ও ফুশ্ৰতরকারি দেখে খাবার প্রবৃত্তি কমে গেল। টাটানগরে গাড়ি প্রায় আসে, এক সহযাত্ৰী ভদ্রলোক পাশ থেকে আমায় বললেন—মশাই, ঘদি কিছু মনে না করেন—আমার বাড়ির খাবার সঙ্গে আছে, আপনাকে কিছু দিতে পাৰি । उँब गरन भांश्व मांरक चांशांद्र इकांब्राः कथांबांड इटबद्दछ। छशष्णांक छांख्गंद्र, बांबभूव