পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS o বিভূতি-রচনাবলী বিমল রিকৃশাওয়ালাকে ভাড়া দিয়ে দিলে, এ্যালিসকে দিতে দিলে না। কিন্তু রাস্ত দুজনে কেউই জানে না। বিমল বল্পে—একখান ট্যাক্সি নিষ্ট, এ্যালিস্ ! সে অনেকদূর, রাস্ত না জানলে ঘুরে হায়রান হবো । হঠাৎ এ্যালিস্ ওপরের দিকে চেয়ে বল্লে—ও কি ও, মিঃ বোস্ ? এরোপ্লেনের শব্দ শুনছো ? অনেকগুলো এরোপ্লেন একসঙ্গে আসছে যেন। কোনদিকে বলে তো ? বিমলও শুনলে । বল্লে — গবর্নমেণ্টের এরোপ্লেন । কিন্তু চক্ষের নিমেষে একটা কাণ্ডের সূত্রপাত হোল, যা বিমলের অভিজ্ঞতার বাইরে । সামনে একটা প্রকাগু বাড়ীর ওপর বিকট এক আওয়াজ হোল—বাজ পড়ার আওয়াজের মত—সঙ্গে সঙ্গে এদিকে, ওদিকে, সামনে, পিছনে, পর পর সেই রকম ভীষণ অাওয়াজ । ইট, চূণ, টালি চারিদিকে ছুটতে লাগলো। বিরাট শব্দ করে সামনের সেই বাড়ীটার তেতলার ছাদ ধ্বসে পড়লো ফুটপাথের ওপর। বাড়ীধ্বস। চূণ স্বরকির ধুলোয় ও কিসের ঘন শ্বাসরোধকারী ধোয়ায় বিমল ও এ্যালিসকে ঘিরে ফেললে। সঙ্গে সঙ্গে উঠলো মানুষের গলার অাৰ্ত্ত চীৎকার, গোলমাল, গোঙানি, কাতর কাকুতি, অনুনয়ের শবা, দুড়দাড় শব্দে ছুটে চলার পায়ের শবা, কান্নার শব্দ, সে এক ভয়ানক কাণ্ড । বিমল প্রথমটা বুঝতে না পেরে সেই ঘন ধূম আর ধূলির মধ্যে হতভম্বর মত খানিক দাড়িয়ে রইল—ব্যাপার কি ? তারপরেই বিদ্যুৎ-চমকের মত তার মনে এল এ জাপানী এরোপ্লেনের বোমা বর্ষণ ! এ্যালিস্ কই ? একহাতের দূরের মানুষ চোখে পড়ে না, সেই ধোয় ধূলো আর গোলমালের মধ্যে। ওর কানে গেল এ্যালিসের উচ্চ ও সশঙ্ক কণ্ঠস্বর—মিঃ বোস, এসো— আমার হাত ধরেী—বোমাপড়ছে—দৌড় দাও ! অন্ধকারের মধ্যে বিমল এ্যালিসের হাত শক্ত মুঠোয় ধরে বল্লে—কোথাও নড়ো না এ্যালিস, নড়লেই মারা যাবে। দাড়াও এখানে । কিন্তু তখন আর ছুটবার বা পালাবার পথও নেই। পরবর্তী পাচ মিনিট কালের ঠিক হিসেব বিমল দিতে পারবে না। সে নিজেও জানে না। বঁাশঝাড়ে আগুন লাগলে যেমন গাটওয়াল বঁাশ ফট্‌ফট্‌ করে একটার পর একটা ফাটে তেমনি চারিদিকে হুম্ দাম্ শুধু বোমা ফাটার বিকট আওয়াজ । পায়ের তলায় মাটি যেন দুলছে, টলছে—ভূমিকম্পের মত—ধেীয়া, বাড়ী ধ্বসে পড়ার ছড়মুড় শব্দ, আৰ্ত্তনাদ—তারপরে সব চুপচাপ, বোমার আওয়াজ থেমে গেল। বিমল চেয়ে দেখলে এরোপ্লেনগুলো মাথার ওপরে চক্রাকারে দুবার ঘুরে যেদিক দিয়ে এসেছিল সেদিকে চলে গেল—বেশ যেন নিরুপদ্রব, শাস্ত ভাবেই। ধোয়ায় মিনিট দুই তিন কিছু দেখা গেল না—যদিও গোলমাল,চীৎকার লোক জড় হওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। পুলিসের তীব্র হুইসল্ বেজে উঠলো একবার—দুবার, তিনবার।