পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ Σθ বিভূতি-রচনাবলী সকলের মনোযোগ আকর্ষণ করলে । বিমল বল্পে-বন্দরের দিকে এখনও গোলাবর্ষণ চলছে, হাতাহাতি যুদ্ধও চলছে— ঠিক এই সময় পুলিসম্যান ঘরের দোরের কাছে এসে চীনা ভাষায় কি জিজ্ঞেস করলে— লোকটা যেন খুব ব্যস্ত ও উত্তেজিত—সে চলে গেলে প্রোফেসর বল্পেন—ও বলে গেল খাওয়৷ দাওয়া শেষ করে কেউ যেন আজ ঘরের বার না হয়—বিশেষত: মেয়েরা। জাপানীরা বেওনেট চার্জ করেছিল—আমাদের সৈন্যরা হটিয়ে দিয়েছে শেনস্থ প্রাচীরের পূবব কোণে । কিন্তু আজ রাত্রে আবার ওরা গোলা মারবে, বোমাও ছুড়বে। চা পান শেষ হোল। বিমল বল্পে—প্রোফেসর লি, মেয়েরা রয়েছেন সঙ্গে, আজ যাই । কনসেশনে ফিরতে দেরি হয়ে যাবে। আপনার সঙ্গে আবার দেখা হবে । এ্যালিস বল্লে—দাদু, আমার একটা থোক ? જ প্রোফেসর লি এ্যালিসের মাথায় হাত দিয়ে খেলার ছলে সক্ষেহে বল্পেন—বেওয়ারিশ যদি কোনো পোকা থাকে, পাবে এ্যালিস্ । কিন্তু কি করবে চীনা ছেলে নিয়ে ? এ্যালিসের এ হাস্যকর অনুরোধ শুনে মিনি তো হেসেই খুন। —চল চল এ্যালিস, কনসেশনে একটা জ্যাস্ত থোকা নিয়ে তোমায় ঢুকতেই দেবে কি ? ওরা যখন ফিরে আসছে, দূরে মাঝে মাঝে দুমদাম বিস্ফোরণের শব্দ এবং সাহায্যকারী এরোপ্লেনের হাউইয়ের শাদা অগ্নিময় ধূম দেখা যাচ্ছিল। তবে যেন পূৰ্ব্বাপেক্ষ অনেক মন্দীভূত হয়ে এসেছে। সেই রাত্রে কিসের বিষম আওয়াজে বিমলের ঘুম ভেঙে গেলে—সে ধড়মড় করে উঠে বিছানার ওপর বসলো—কর্ডাইটের শ্বাসরোধকারী ধূমে ও বিশ্ৰী গন্ধে ঘরটা ভরে গিয়েছে। ও ডাকলে—সুরেশ্বর—সুরেশ্বর—ওঠো—কনসেশনে বোমা পড়ছে ! সঙ্গে সঙ্গে যথেষ্ট হৈ চৈ উঠলো চারিদিকে । বোমা ! বোমা ! ওরা জানল। দিয়ে দেখলে, যে-ঘরের মধ্যে ওরা শুয়ে ছিল—তার পূর্বদিকে আর একটা ঘরের দেওয়াল চূর্ণ-বিচূর্ণ হয়ে ভেঙে পড়েছে। সেই গোলমালের মধ্যে ভিড় ঠেলে এ্যালিস্ ছুটতে ছুটতে ওদের ঘরের মধ্যে ঢুকে ডাকলে—বিমল ! বিমল ! বিমল বল্পে—এই যে এ্যালিস্, তোমাদের কোন ক্ষতি হয়নি ? মিনি কোথায় ? বলতে বলতে মিনিও ঘরে ঢুকলো। বল্পে-বাইরে এসে দ্যাথো শিগগির-চটু করে এসো— ওরা বাইরে গেল। কনসেশনের পুলিসের ডেপুটি মার্শাল এসে পৌছেছেন দুর্ঘটনার স্থানে। সবাই আকাশের দিকে চাইলে, দুখান এরোপ্লেন চলে যাচ্ছে—আলো নিবিয়ে। জনৈক ফরাসী কৰ্ম্মচারী দেখে বললে—কাওয়াসাকি বম্বার ! বিমল বল্পে—এ্যালিস কি করে চেনা গেল জিগ্যেস করে না ? মিনি বল্পে -আমি জানি। নীচের দিকে উইংএ কালে জাজি কাট ছুচোমুখ প্লেন এই