পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8૨૨ বিভূতি-রচনাবলী সুরেশ্বর ও মিনি একসঙ্গে হো-হে করে হেসে উঠলো। কিন্তু পরক্ষণেই ওদের খাবার জায়গাটা তীব্র সার্চলাইটের আলোয় আলো হতেই ওরা আকাশের দিকে চেয়ে দেখলে। ভীষণ ধ্বংসের যন্ত্র সেই চক্রাকারে ভ্রাম্যমাণ জাপানী বস্কারখানা থেকে রাস্তার ধে অংশে ওরা বসে চা খাচ্ছে, সেদিকে সার্চলাইট, ফেলেছে। দোকানী চীনা স্ত্রীলোকটি চিৎকার করে উঠে কি বললে। সঙ্গে সঙ্গে হুড়, হুড় দুড়, দুড়, শব্দ–তিনজন চীনা খঙ্গের ও রাস্তার পথিকদের মধ্যে জনদুই ছুটে এসে বিমলদের চায়ের টেবিলের তলায় ঢুকে মাথা গুজে বসে পড়লো। মিনি বল্লে—আ, এগুলো কি বোকা! টেবিলের তলায় বাঁচবে এরা? আমার পেয়ালাটা উণ্টে ফেলে দিলে মাঝ থেকে— এ্যালিস বল্লে—আমারও। দোকানী, তোমার চায়ের দাম নিয়ে নাও, আমরা অন্য জায়গায় চা খেতে যাই—এ কি রকম উপদ্রব ? বিমল বল্লে—ঠিক তো। মহিলাদের চায়ের টেবিলের তলায় ঢুকে উৎপাত ! বোমা খাবি রাস্তায় দাড়িয়ে খা ভদ্রলোকের মত— মিনি হঠাৎ আঙুল দিয়ে আকাশের দিকে দেখিয়ে বল্লে—ঐ দেখে, দেখো— তিনখানা চীনা এরোপ্লেন তিন দিক থেকে জাপানী বম্বারখানাকে তাড়া করছে। একখানা চীনা প্লেন বস্কারখানার খুব কাছে এসে পড়েছে—একটু পরেই সেখান থেকে মেসিনগানের পট, পট, আওয়াজ শোনা গেল—পিছনের আর একখানা চীনা সাহায্যকারী প্লেন ওদের ওপরে নীলাভ তীব্র সার্চলাইট ফেলতেই জাপানী বম্বারখানা বেশ স্পষ্ট দেথা গেল। ততক্ষণ সবাই আড়াল থেকে মুখ বাড়িয়ে উকি মেরে আকাশের দিকে চেয়ে ব্যাপারটা দেখছে। আরও দুজন চীন খদের অন্য টেবিলে চা খেতে বসে গেল। দোকানী স্ত্রীলোকটি তাদের খাবার দিলে। মিনি তাদের টেবিলের দিকে চেয়ে বল্লে—ওই ওরা ব্যাঙের স্তাও,উইচ থাচ্ছে— - - মেসিনগানের আওয়াজ তখন বড় বেড়েছে। জাপানী প্লেনখানা পাক দিয়ে ঘুরছে। হঠাৎ পালাবে না । বিমল বল্লে—না ; একটু নিরিবিলি চা খেতে এলাম আর অমনি মাথার ওপরে চীনজাপানের যুদ্ধ বেধে গেল—পোড়া বরাত এমনি— একজন ফিরিওয়াল এসে শামিয়ানার বাইরে দাড়িয়ে বল্লে-মোমের ফুল—খুব চমৎকার মোমের ফুল—গোলাপ, ক্রিসেনথিমাম, গাদা—ভারী সস্তা মোমের ফুল— এমন সময়ে একজন খবরের কাগজওয়ালা ‘সাংহাই ডেলি নিউজ’ বলে হেঁকে যাচ্ছে দেখে বিমল ডেকে একখানা কাগজ কিনলে। এ কাগজের একদিকে চীনা ভাষায় ও অন্যদিকে ইংরেজি ভাষায় লেখা খবর—চীনাদের পরিচালিত । রাস্তায় লোক ভিড় করে কাগজ কিনছে, কাগজ এইমাত্র বেরিয়েছে, এ বেলার যুদ্ধের খবর নিয়ে—সবাই যুদ্ধের খবর জানতে চায়।