পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মরণের ডঙ্কা বাজে X8% আছে । বিমল তাড়াতাড়ি ডোবার জলে নামলে—তার কেমন মনে হলো জলে নেমে সে যদি গলা ডুবিয়ে থাকে, তবেই সব চেয়ে নিরাপদ—ডাঙ্গায় ছুটে পালাবার চেষ্টা করলে বেশীদূর যেতে না যেতেই সে ধরা পড়বে। এই ডোবায় নামবার জন্যেই যে এ ধাত্রা বেঁচে গেল—সেটা সে খানিকট। পরেই বুঝতে পারলে । অল্পক্ষণ—বোধ হয় দশ বারো মিনিটের পরেই ভীষণ চীংকার ও বহু রাইফেলের সম্মিলিত আওয়াজ শোনা গেল। খুব একটা হৈ চৈ দুপ দাপ, পালানোর শব্দ, আবার চেচামেচি — একটা ঘোর বিশৃঙ্খলার ভাব ! বিমল তখন ডোবার জলে গল। ডুবিয়ে বসে আছে। যদি ডাঙ্গায় থাকতে। তবে অন্ধকারে ছুটস্ত রাইফেলের গুলিতে হয়তো তার প্রাণ যেতে । ব্যাপারটা কি ? বিমল দেখাল সেই জাপানী কামানের গাড়ীটা ঘিরে একটা খণ্ডযুদ্ধ ও হাতাহাতি আরম্ভ হয়েছে সহমরণের স্মৃতিস্তম্ভটার ওপারে। হ্যাণ্ড গ্রিনেড ফাটাবার ভীষণ আওয়াজে হঠাৎ সমস্ত জায়গাট যেন কেঁপে উঠলো। একট। -দুটে। -তিনটে । জাপানী কামানের গাড়ীর কাছ থেকে জাপানী সৈন্যেরা হটে যাচ্ছে একটা বাগানের দিকে । বিমল এবার ব্যাপারটা কিছু কিছু বুঝলে। চীনা সৈন্যের একটা দল জাপানীদের অতকিতে আক্রমণ করেছে। জাপানীরা ফিল্ড গানগুলো একেবারে ছুড়তে পারলে না—দুটোর একটাও না। চীনারা বুদ্ধি করে আগেই সে দুটো কামানই ঘেরাও করে দখল করলে। চীনা সৈন্যের এই দলটা হ্যাণ্ড গ্রিনেড ছুড়ে জাপানীদের দলের জটিল। ভেঙে দিলে । কিছুক্ষণ পরে রাইফেলের ও হ্যাণ্ড,গ্রিনেডের আওয়াজ থেমে গেল। জাপানীরা কামানের গাড়ী ও বন্দীদের ফেলে পালিয়েছে। বিমল বেশ দেখতে পেলে কাছাকাছি কোথাও জাপানী সৈন্য একটাও নেই। কাদামাখা পোশাকে সতর্কতার সঙ্গে সে ধীরে ধীরে ডোবার জল থেকে উঠলো ডাঙায়। - একজন সৈনিকের চড়া আওয়াজ তার কানে গেল—কে ওখানে ? বিমল আশ্চৰ্য্য হোল এ পুরুষের গল। নয়—মেয়েমাহুষের মত সরু গল । ৰিমল কথার উত্তর দেবার আগে দুজন রাইফেলধারী চীনা সৈনিক ওর দিকে এগিয়ে এল ইলেক্ট্রক টর্চ হাতে। তারা ওকে দেখে যেমন অবাক হোল, বিমলও ওদের দেখে তেমনি অবাক হয়ে গেল । এরা পুরুষ মানুষ নয়, দুজনেই মেয়ে ; বয়েসও বেশী নয়। কুড়ি পচিশের মধ্যে। বেশ স্বত্র দুজনেই—সৈন্যবিভাগের আঁটস টি থাকী পোশাকে এদের দেহের লাবণ্য বিন্দুমাত্র ক্ষুন্ন হয়নি। তারা বিমলকে ধরে নিয়ে গেল গ্রামের সদর রাস্তার ওপরে। অবাক কাগু! সকলেই মেয়ে সৈনিক ! এদের মধ্যে পুরুষ মানুষ নেই একজন। এষ্ট মুত্র তরুণীর দল এতক্ষণ হ্যাও গ্রিনেড ছুড়ছিল এবং এরাই জাপানী ফিল্ড, গান দুটে৷ ঘেরাও করে দখল করেছে।