পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৬ বিভূতি-রচনাবলী মিনি বল্লে—আমারও বড় ভক্তি হয় সত্যি ! ভারি চমৎকার লোক । বিমল বল্লে—অথচ কি ভাবে ওর সঙ্গে আলাপ তা জানো ? আমি যখন প্রথম চীনদেশে আসি—আজ প্রায় একবছর আগের কথা—তখন হ্যাং-চাউ রেলস্টেশনে উনি ওঁর ছাত্রদল নিয়ে উঠলেন—বল্লেন, যুদ্ধের সময় ওখানকার মনস্তত্ব অধ্যয়ন করতে যাচ্ছেন। শুনে আমারও হাসি পেয়েছিল। এ্যালিস্ বল্লে—তখন কি জানতে উনি একজন মহাপুরুষ লোক ! উনি যুদ্ধ-উপদ্রুত অঞ্চলের মনস্তত্ব অধ্যয়ন করতে এসেছিলেন এটা ঠিকই—কিন্তু পরের দুঃখ দেখে সে সব 's' CECH Co People such as these are the salts of the Earth—it কি ? বিমল মৃদু হেসে চুপ করে রইল। একটি নদীর পুল বোমায় ভেঙে দিয়েছে! আর ট্রেন যাবার উপায় নেই। রেলওয়ে ইঞ্জিনিয়ার ও কৰ্ম্মচারীরা দিনরাত খাটছে যদি পুলটা কোন রকমে মেরামত করে কাজ চালানো যায় । কাছেই একটা তাৰু। মাঠের মধ্যে কিছুদূরে জাপানীদের সঙ্গে যুদ্ধ হচ্ছে। এটা ফীল্ড হাসপাতাল । ট্রেন থেকে মেয়ে-সৈন্যদের পথেই নামিয়ে দেওয়া হোল। ট্রেনখানা যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাবে বলে পিছু হটে চলে গেল। কোনো বড় স্টেশনে গিয়ে এঞ্জিনখানা সোজা করে জুড়ে নেবে। সম্পূর্ণ নতুন জায়গা । যেন অনেকটা পূৰ্ব্ববঙ্গের বড় বড় জলাঅঞ্চলের মত । ফসলের ক্ষেত নেই—সামনে একটা বিল কিংবা ঐ ধরণের জলাশয়—দীর্ঘ দীর্ঘ জলজ ঘাসের বন জলের ধারে। দূরে দূরে মেঘের মত নীল পাহাড়। জায়গাটার নাম সিং-চাং । বিমল নেমে চারিদিক দেখে অবাক হয়ে গেল । ট্রেনে করে এতদূরে এসে এখানে আবার যুদ্ধক্ষেত্র কি করে এল। বিমলের ধারণা ছিল জাপানীদের আসল ঘাটি কোনকালে পার হয়ে আসা গিয়েছে। কিন্তু কমাণ্ডান্ট, তাকে বুঝিয়ে বল্লেন এখান থেকে আরও প্রায় পচিশ মাইল দূর হ্যাং কাউ শহর পর্যন্ত ওদের সৈন্য-রেখা বিস্তৃত। সমুদ্রের উপকূল ভাগে অনেক দূর অবধি ওরা নিজেদের লাইন ছড়িয়ে রেখেছে। মাটিতে একটা নক্সা একে বুঝিয়েও দিলেন। বিমল একটা অনুচ্চ ঢিবির ওপর উঠে চারিদিকে চেয়ে দেখলে । কিছুদূরে একটা গ্রাম—পাশে কাদের অনেকগুলো ছোট বড় তাবু-সেখান থেকে ধোঁয়া উঠছে, বোধ হয় রান্নাবান্না চলছে। পশ্চিম দিকে একটা বড় শস্তক্ষেত্র, তার ধারে লম্বা লম্বা কি গাছের সারি। মোটের ওপর সবটা নিয়ে বেশ শাস্তিপূর্ণ পল্লীদৃপ্ত। এ কি ধরণের যুদ্ধক্ষেত্র ? কিন্তু বিমলদের সেখানে উপস্থিত হবার আধ ঘণ্টার মধ্যে পাচ ছ'জন আহত সৈন্যকে স্ট্রেচারে করে হাসপাতাল তাবুতে আনা হোল। সকলেই রাইফেলের গুলিতে আহত। বিমল জিজ্ঞেস করে জানল যুদ্ধক্ষেত্র যে বেশীদূর তাও নয়—ওই গাছের সারির পাশেই