পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মরণের ডঙ্কা বাজে S&S সৈন্য বোঝাই—অন্য সাধারণ ধাত্রীও আছে। কতকগুলো ছাদ-আঁট মাল-গাড়ী পেছনের দিকে—তাতে সৈন্যদের রসদ বোঝাই । গাড়ী থেকে দলে দলে সৈন্য নামতে লাগলো। জাপানী সৈন্যদের হাত থেকে গ্রাম রক্ষা করবার জন্যে এরা আসছে ক্যাণ্টন থেকে। রসদ বোঝাই মাল-গাড়ীগুলো থেকে রসদ নামানোর ব্যবস্থা করা হতে লাগলো—কারণ বেশীক্ষণ ট্রেন দাড়িয়ে থাকলে এখুনি কোনদিক থেকে জাপানী বিমান আকাশ পথে দেখা দেবে হয়তো। হঠাৎ এ্যালিস্ উত্তেজিত স্বরে বল্লে—বিমল, বিমল—ও কে ? প্রোফেসর লি না ? তারপরই সে হাসুিমুখে সামনের দিকে ভিড়ের মধ্যে ছুটে গেল—ড্যাডি-ড্যাডি– সত্যিই তো—হাস্যমুখ বৃদ্ধ একটা বড় ক্যাম্বিসের ব্যাগ হাতে ভিড় ঠেলে বাইরে চেষ্টা করছেন। sk বিমল এগিয়ে গিয়ে বল্লে—নমস্কার প্রোফেসর লি—ব্যাগটা আমার হাতে দিন। আপনি কোথা থেকে ? এ্যালিস ততক্ষণ গিয়ে তার পাশে দাড়িয়েছে। বৃদ্ধ তার কাধে সস্নেহে হাত রেখে বিমলের দিকে চেয়ে হাসিমুখে বল্পেন—তোমরা এখানে আছ ? বেশ বেশ। আমি এসেছি পলাতক গ্রামবাসীদের যে বস্তি আছে নদীর ওপারে—সেখানে কয়েক পিপে আপেল বিলি করতে। আমেরিকান জুনিয়র রেডক্রস দুশো পিপে ভাল কালিফোনিয়ার আপেল পাঠিয়েছে দুঃস্থ বালক-বালিকাদের খাওয়াবার জন্যে। আমার ঠিকানাতেই পাঠিয়েছিল। আর সব বিলি করে দিয়েছি অন্য অন্য স্থানে—দশ পিপে মজুত আছে এখনও। তা তোমরা আছ ভালই হয়েছে—তোমরা সাহায্য করে। এখন।' এ্যালিস্ তো বেজায় খুশী। বল্লে—ড্যাডি, খুব ভাল কথা। তা বাদে আরও অনেক কাজ হবে যখন তুমি এসে পড়েছে। চলে, আপেলের পিপে সব নামিয়ে নিই। এমন সময় মিনি ভিড়ের মধ্যে কোথা থেকে ছুটে এসে ব্যস্ত ভাবে বল্লে—শীগগির এসে। বিমল, শীগগির এসো এ্যালিস্—সুরেশ্বর নামছে ওই দেখ ট্রেন থেকে— স্বরেশ্বর সত্যিই নামছে বটে—তার সঙ্গে দুজন চীনা ডাক্তার, এদেরও বিমল চেনে— সাংহাই চীনা রেডক্রস্ হাসপাতালে এরা ছিল। বিমল বল্লে—প্রোফেসর লি—একটু আমায় ক্ষমা করুন, পাচমিনিটের জন্যে আসছি। স্বরেশ্বর তো ওদের দেখে অবাকৃ। বল্লে—তোমরা এখানে ! মিনি আর এ্যালিসই বা এখানে কি করে এল! সাংহাইতে বেজায় গুজব এদের চীনা গুণ্ডার গুম করেছে—আর বিমল তুমি জাপানীদের হাতে বন্দী। মিনি কেমন আছে ? বিমল বল্পে—সে সব কথা হবে এখন। চলে এখন সবাই মিলে তাৰুতে গিয়ে বসা যাকৃ। অনেক কথা আছে। প্রোফেসর লি’কে ডেকে আনি—উনিও আমাদের সঙ্গে আসুন। তোমরা এগিয়ে চলে। ততক্ষণ। আমি ওঁর আপেলের পিপেগুলো নামবার কি ব্যবস্থা হোল দেখে আসি ।