পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হীরামানিক জ্বলে ২৮১ ভাল বিপদ দেখা যাচ্ছে ! পয়সা পেয়ে তবুও নড়ে না যে ! নিশ্চয় আরও কিছু পাবার মতলব আছে ওর মনে মনে । স্বশীল চারিদিকে একবার তাকিয়ে দেখলে, কাছাকাছি কেউ নেই। পকেটে টাকা তিনটে ছাড়া সোনার বোতামও আছে জামায়, হঠাৎ এখন মনে পড়লো । ও উত্তর দিলে—কলকাতাতেই বাড়ী, বালিগঞ্জে। আমার কাক পুলিলে কাজ করেন কিনা, এদিকে রোজ বেড়াতে আসেন মোটর নিয়ে। এতক্ষণে এলেন বলে, রেড রোডে মোটর রেখে এখানেই আসবেন। আমি এখানে থাকি রোজ, উনি জানেন। —বেশ বাবু, আপনাকে দেখেই বড় ঘরানা বলে মনে হয় । মুশীলের মনে কৌতুহল হওয়াতে সে বললে—তুমি কোথায় থাক ? —মেটেবুরুজে বাবুজি । —কিছু করে নকি ? —জাহাজে কাজ করতাম, এখন কাজ নেই। ঘুরি ফিরি কাজের খোজে। রোটির যোগাড় করতে হবে তো ? লোকটার সম্বন্ধে স্বশীলের কৌতুহল আরো বেড়ে উঠল। তা ছাড়া লোকটার কথাবার্তার ধরণে মনে হয় লোকটা খুব খারাপ ধরনের নয় হয়ত। স্বশীল বললে—জাহাজে কতদিন খালাসিগিরি করছ ? —দশ বছরের কুছু ওপর হবে । -—কোন কোন দেশে গিয়েছ ? ---সব দেশে । যে দেশে বলবেন সে দেশে । জাপান লাইন, বিলেত লাইন, জাভা BBBB BBDSBBS BS BBBBBS TgS gBS BBBBS BBS BBS BBBBS BBBB বড় জাহাজ নলডের, নাম শুনেছেন ? "পিয়েনো কি জিনিস, পল্লীগ্রামের স্বশীল তা বুঝতে পারলে না। না, ওসব নাম সে শোনে নি । --তা বাবুজি, আপনার কাছে ছিপাবো না । সরাব পিয়ে পিয়ে কাজটা খারাবি হয়ে পড়ল, জাহাজ থেকে ডিসচার্জ করে দিলে । এখন এই কোষ্টো যাচ্ছে, মুখ ফুটে কাউকে বলতে ভি পারি নি। কী করবো, নলিব বাবুজি । —জাহাজে কাজ আবার পাবে না । —পাবে বাবুজি, ডিসচার্জ সাটিক্-ফিটিক ভাল আছে। সাব-টরাবের কথা ওতে কুছু নেই। কাপ্তানটা ভাল লোক, তাকে কেঁদে গোড়-পাকড়ে বললাম—সাহেব আমার রেটি মেরো না। ওকথা লিখ না ! লোকটি আর একটু কাছে এসে ঘেঁষে বসল। বললে—আমার মসিব খারাপ বাৰু-নয় তো আমায় আজ চাকরি করে খেতে হবে কেন ? আজ তো আমি রাজা ! স্বশীল মৃদ্ধ কৌতুহলের স্বরে জিজ্ঞাসা করলে—কি রকম ?