পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& e বিভূতি-রচনাবলী শুরুর অবাক হয়ে বললে—এ কথার মানে কি ? আজই তো এখানে এসেছি ন! আবার কবে এসেছি ? —আছ, এই গাছের গুড়ির কাছে সরে এসে দ্যাথো তো ? শঙ্কর এগিয়ে গিয়ে দেখলে, গুড়ির নরম ছাল ছুরি দিয়ে খুদে কে 'D'A' লিখে রেখেছে —কিন্তু লেখাটা টাটুকা নয়, অন্তত: মাসখানেকর পুরোনো। শঙ্কর ব্যাপারটা কিছু বুঝতে পারলে না। আল্ভারেজের মুখের দিকে চেয়ে রইল। আলভারেজ বললে—বুঝতে পারলে না ? এই গাছে আমিই মাসখানেক আগে আমার নামের অক্ষর দুটি খুদে রাখি। আমার মনে একটু সন্দেহ হয়। তুমি তো বুঝতে পারে। না, তোমার কাছে সব বনই সমান। এর মানে এখন বুঝেছ ? আমরা চক্রাকারে বনের মধ্যে ঘুরছি। এসব জায়গায় যখন এরকম হয়, তখন তা থেকে উদ্ধার পাওয়া বেজায় শক্ত । এতক্ষণে শঙ্কর বুঝলে ব্যাপারটা। বললে—তুমি বলতে চাও মাসখানেক আগে আমরা এখানে এসেছিলাম ? —ঠিক তাই। বড় অরণ্যে বা মরুভূমিতে এই বিপদ ঘটে। একে বলে death circle আমার মনে মাসখানেক আগে প্রথমে সন্দেহ হয় যে, হয়তো আমরা death circle-এ পড়েছি। সেটা পরীক্ষা করে দেখবার জন্যেই গাছের ছালে ঐ অক্ষর খুদে রাখি। আজ বনের মধ্যে বেড়াতে বেড়াতে হঠাৎ চোখে পড়ল। শঙ্কর বললে—আমাদের কম্পাসের কি হল ? কম্পাস থাকতে দিক্ ভূল হচ্ছে কি ভাবে রোজ রোজ ? আলভারেজ বললে—আমার মনে হয় কম্পাস খারাপ হয়ে গিয়েছে। রিখটার্স্ভেন্ড, পার হবার সময় সেই যে ভয়ানক ঝড় ও বিদ্যুৎ হয়, তাতেই কি ভাবে ওর চৌম্বক শক্তি নষ্ট হয়ে গিয়েছে। —তা হলে আমাদের কম্পাস এখন অকেজো ? —আমার তাই ধারণা। শঙ্কর দেখলে অবস্থা নিতান্ত মন্দ নয়। ম্যাপ ভুল, কম্পাস অকেজে, তার ওপর ওরা পড়েছে এক ভীষণ দুর্গম গহনারণ্যের মাঝে বিষম মরণ ঘৃণিতে। জনমানুষ নেই, খাবার নেই, জলও নেই বললেই হয়, কারণ যেখানকার সেখানকার জল যখন পানের উপযুক্ত নয়। থাকার মধ্যে আছে এক ভীষণ অজ্ঞাত মৃত্যুর ভয়। জিম্ কার্টার এই অভিশপ্ত অরণ্যানীর মধ্যে রত্বের লোভে এসে প্রাণ দিয়েছিল, এখানে কারো মঙ্গল হবে বলে মনে হয় না । আলভারেজ কিন্তু দমে যাবার পত্রই নয়। সে দিনের পর দিন চলল বনের মধ্যে দিয়ে। বনের কোনো কুলকিনারা পায় না শঙ্কর, আগে যাও বা ছিল, ঘূর্ণিপাকে তারা ঘুরছে শোনা অবধি, শঙ্করের দিক্‌ সম্বন্ধে জ্ঞান একেবারে লোপ পেয়েছে। দিন তিনেক পরে ওর একটি জায়গায় এসে উপস্থিত হল, সেখানে রিখটারসভেল্ডের