পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাদের পাহাড় Q○ হাজার ফুট পৰ্য্যস্ত উচুতে—সঙ্গে সঙ্গে কি বিত্র গন্ধকের উৎকট নিঃশ্বাস-রোধকারী গন্ধ বাতাসে । আলভারেজ সেদিকে চেয়ে ভয়ে ও বিস্ময়ে বলে উঠল—আগ্নেয়গিরি। সান্টা আন গ্রাৎসিয়া ডা কর্ডোভা । কিন্তু অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশু ! কেউ চোখ ফিরিয়ে নিতে পারলে না ওরা খানিকক্ষণ। লক্ষটা তুবডি একসঙ্গে জলছে, লক্ষটা রঙমশালে একসঙ্গে আগুন দিয়েছে, শঙ্করের মনে হল। রাঙা আগুনের মে মাঝে মাঝে নীচু হয়ে যায়, হঠাৎ যেমন আগুনে ধুনো পড়লে দপ, করে জলে ওঠে, অমনি দৃপ, করে হাজার ফুট ঠেলে ওঠে। আর সেই সঙ্গে হাজারটা বোমা ফাটার আওয়াজ । এদিকে পৃথিবী এমন কঁপিছে, যে দাড়িয়ে থাক। যায় না- কেবল টলে টলে পড়তে হয় । শঙ্কর তো টলতে টলতে তাপুর মধ্যে এসে ঢুকলো—ঢুকে দেখে একটা ছোট কুকুর-ছানার মত জীব তার বিছানায় একসঙ্গে গুটিমুটি হয়ে ভয়ে কঁপিছে। শঙ্করের টচ্চের আলোয় সেট। থতমত খেয়ে আলোর দিকে চেয়ে রইল, আর তার চোখ দুটো মণির মত জলতে লাগল। আলভারেজ তাবুতে ঢুকে দেখে বললে—নেকডে বাঘের ছান ! রেখে দাও, আমাদের অfশ্রয় নিয়েছে যখন প্রাণের ভয়ে । ওরা কেউ এর আগে প্রজলস্ত আগ্নেয়গিরি দেখে নি, তা থেকে বিপদ আসতে পারে ওদের জান নেই—কিন্তু আলভারেজের কথা ভাল করে শেষ হতে না হতে, হঠাৎ কি প্রচণ্ড ভারী জিনিসের পতনের শব্দে ওরা আবার তাবুর বাইরে গিয়ে যখন দেখলে যে, একখানা পনেরে। সের ওজনের জলস্ত কয়লার মত রাঙা পাথর অদূরে একটা ঝোপের ওপর এসে পড়েছে—সঙ্গে সঙ্গে ঝোপটাও জলে উঠেছে—তখন আল্ভারেজ ব্যস্তসমস্ত হয়ে বললে –পালাও, পালাও, শঙ্কর—র্তাবু ওঠাও—শীগগির— ওরা তাবু ওঠাতে ওঠাতে আরও দু-পাচখানা আগুন-রাঙা জলন্ত ভারী পাথর এদিকে ওদিকে সশবো পড়ল । নিঃশ্বাস তো এদিকে বন্ধ হয়ে আসে, এমনি ঘন গন্ধকের ধুম বাতাসে ছড়িয়েছে। দৌড়-দোঁড়.দৌড়। কু-ঘণ্টা ধরে ওরা জিনিসপত্র কতক টেনে হিচড়ে, কতক বয়ে নিয়ে পূর্বদিকের সেই পাহাড়ের নীচে গিয়ে পৌছুলো। সেখানে পৰ্য্যস্ত গন্ধকের গন্ধ বাতাসে । আধঘণ্টা পরে সেখানেও পাথর পড়তে শুরু করলে। ওরা পাহাড়ের ওপর উঠল, সেই ভীষণ জঙ্গল আর রাত্রির অন্ধকার ঠেলে। ভোর যখন হল, তখন আড়াই হাজার ফুট উঠে পাহাড়ের ঢালুতে বড় গাছের তলায়, দুজনেই হাপাতে হাপাতে বসে পড়ল। স্বৰ্য্য ওঠবার সঙ্গে সঙ্গে অগ্ন্যুৎপাতের সে ভীষণ সৌন্দৰ্য্য অনেকখানি কমে গেল, কিন্তু শব্দ ও পাথর-পড়া যেন বাড়লো। এবার শুধু পাথর নয়, তার সঙ্গে খুব মিহি ধূসরবর্ণের ছাই আকাশ থেকে পড়ছে-গাছপালা লতাপাতার ওপর দেখতে দেখতে পাতলা একপুর छुठेि জমে গেল ।