পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আরণ্যক Ꮌ8Ꮌ —আজি ও-বেলা আপনি ঝুলন দেখতে যাবেন তো ? —সে জস্কেই তো এসেছি। কতদূর যেতে হবে ? ভানুমতী ধনারি পাহাড়শ্রেণীর দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিল—আপনি তো গিয়েছেন ও পাহাড়ে। আমাদের সেই মন্দির দেখেন নি ? এই সময় ভানুমতীর বয়সী একদল কিশোরী মেয়ে আমার থাবার ঘরের দরজার কাছে আসিয়া দাড়াইল, বাঙালী বাবুর ভোজন পরম কৌতুহলের সহিত দেখিতে এবং পরস্পরে কি বলাবলি করিতে লাগিল । ভাদ্ধমতী বলিল—যা সব এখান থেকে, এখানে কি ? একটি মেয়ের সাহস অন্ত মেয়েদের চেয়ে বেশী, সে একটু আগাইয়া আসিয়া বলিল— বাবুজীকে ঝুলনের দিন মুন করমচা খেতে দিস নি তো ? তাহার এ কথার পিছনের সব মেয়ে খিল খিল করিয়া হাসিয়া উঠিয়া এ উহার গারে হাসিয়া গড়াইয়া পড়িল । ভানুমতীকে বলিলাম—ওরা হাসছে কেন ? ভানুমতী সলজ্জ মুখে বলিল—ওদের জিজ্ঞেস করুন। আমি কি জানি। ইতিমধ্যে একটি মেয়ে বড় একটা পাকা কামরাঙা লঙ্ক আনিয়া আমার পাতে দিয়া হাসিয়া বলিল—থান বাবুজী একটু লঙ্কার আচার। ভানুমতী শুধু আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে, তা তো হবে না। আমরা একটু ঝাল খাওয়াই! সকলে আবার হাসিয়া উঠিল। এতগুলি তরুণীর মুখের সরল হাসিতে দিনমানেই যেন পূর্ণিমার জ্যোৎস্না ফুটিয়া উঠিয়াছে। সন্ধ্যার পূৰ্ব্বেই একদল তরুণ-তরুণী পাহাড়ের দিকে রওনা হইল—তাহদের পিছু পিছু আমরাও গেলাম—সে এক প্রকাও শোভাযাত্রা। পূৰ্ব্বদিকে নাওয়াদা লছমীপুরার সীমানার ধন্বন্ধরি পাহাড়, যে পাহাডের নীচে মিসি নদী উত্তরবাহিনী হইয়াছে, সে পাহাড়ের বনশীর্ষে পূর্ণচন্দ্র উঠতেছে, এক দিকে নীচু উপত্যক, বনে বনে সবুজ, অন্যদিকে ধন্যরি শৈলমালা। মাইল-খানেক হাটিয়া আমরা পাহাড়ের পাদদেশে আসিয়া পৌছিলাম। কিছুদূর উঠতে একটা সমতল স্থান পাহাড়ের মাথায় । জায়গাটার ঠিক মাঝখানে একটা প্রাচীন পিয়াল গাছ-গাছের গুড়ি ফুল ও লতায় জড়ানো । রাজা দেবিরু বলিলেন—এই গাছ অনেক কালের পুরোনো—আমি ছেলেবেলা থেকে দেখে আসছি এই গাছের তলায় ঝুলনের সময় cय८ब्रव्रां नाi८6 । আমরা একপাশে তালপাতার চেটাই পাতিয়া বসিলাম, আর এই পূর্ণিমার জ্যোৎস্নাপ্লাবিত বন্যস্তস্থলীতে প্রায় ত্রিশটি কিশোরী তরুণী গাছটিকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল—পাশে পাশে মাদল বাজাইয়া একদল যুবক তাহাদের সঙ্গে সঙ্গে ঘুরিতেছে। ভানুমতীকে দেখিলাম এই দলের পুরোভাগে। মেয়েদের খোপার ফুলের মালা, গায়ে ফুলের গহনা . কত রাত পৰ্য্যম্ভ সমান ভাবে নাচ ও গান চলিল-মাঝে মাঝে দলটি একটু বিশ্রাম