পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ পরিচ্ছেদ X যুগলপ্রসাদকে একদিন বলিলাম—চল, নতুন গাছপালার সন্ধান করে আসি মহলিখারূপের পাহাড়ে। যুগলপ্রসাদ সোৎসাহে বলিল—এক রকম লতানে গাছ আছে ওই পাহাড়ের জঙ্গলে—আর কোথাও নেই। চীহড় ফল বলে এদেশে চলুন খুঁজে দেখি। নাঢ়া বইহারের নূতন বস্তিগুলির মধ্য দিয়া পথ। এরই মধ্যে এক-এক পাড়ার সর্দারের নাম অনুসারে টোলার নামকরণ হইয়াছে—ঝল্লুটোলা, রূপদাসটোলা, বেগমটোলা ইত্যাদি। উডুখলে ধুপধাপ যব কোটা হইতেছে, খোলাছাওয়া মাটির ঘর হইতে কুণ্ডলী পাকাইয়া ধোয়া উপরে উঠতেছে-উলঙ্গ কৃষ্ণকায় শিশুর দল পথের ধারে ধূলাবালি ছড়াইয়া খেল করিতেছে। নাঢ়া বইহারের উত্তর সীমানা এখনও ঘন বনভূমি। তবে লবটুলিয়া বইহারে আর এতটুকু বনজঙ্গল বা গাছপালা নাই—নাঢ় বইহারের শোভাময়ী বনভূমির বারোআন গিয়াছে, কেবল উত্তর সীমানায় হাজার দুই বিঘা জমি এখনও প্রজাবিলি হয় নাই। দেখিলাম যুগলপ্রসাদ ইহাতে বড় দুঃখিত। বলিল–গাঙ্গোতার দল বসে সব নষ্ট করলে, হুজুর। ওদের ঘরবাড়ী নেই, হাঘরের দল। আজ এখানে, কাল সেখানে। এমন বন নষ্ট করলে !

  • বলিলাম—ওদের দোষ নেই যুগলপ্রসাদ। জমিদারে জমি ফেলে রাখবে কেন, তারাও তো গবর্ণমেণ্টের রেভিনিউ দিচ্ছে, চিরকাল ঘর থেকে রেভিনিউ গুনবে ? জমিদার ওদের এনেছে, ওদের কি দোষ ?

—সরস্বতী কুণ্ডী দেবেন না জুর। বড় কষ্টে ওখানে গাছপালা সংগ্রহ করে এনে বসিয়েছি— —আমার ইচ্ছের ত হবে না, যুগল। এতদিন বজায় রেখেছি এই যথেষ্ট, আর কত দিন রাখা যাবে বল। ওদিকে জমি ভাল দেখে প্রজারা সব ঝুঁকছে। সঙ্গে আমাদের দু-তিন জন সিপাহী ছিল। তারা আমাদের কথাবাৰ্ত্তার গতি বুঝিতে না পারিয়া আমাকে উৎসাহ দিবার জন্ত বলল—কিছু ভাববেন না হুজুর, সামনে চৈতী ফসলের পরে সরস্বতী কুণ্ডীর জমি এক টুকরো পড়ে থাকবে না। মহালখারূপের পাহাড় প্রায় নয় মাইল দূরে। আমার আপিসঘরের জানাল হইতে ধোয়-ধেীয়া দেখা যাইত। পাহাড়ের তলায় পৌছিতে বেল দশটা বাজিয়া গেল। - কি সুন্দর রৌদ্র আর কি অদ্ভূত নীল আকাশ সেদিন! এমন নীল কখনও যেন আকাশে দেখি নাই—কেন যে এক-এক দিন আকাশ এমন গাঢ় নীল হয়, রৌদ্রের কি অপূৰ্ব্ব রা, নীল আকাশ যেন মদের নেশার মত মনকে আচ্ছন্ন করে। কচি পত্রপল্লবের গায়ে রৌদ্র পড়িয়া