পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আরণ্যক ጏሣõ কেমন বীপালো হয়ে উঠেছে দেখেছেন বাবুজী ? এবার জলের ধারে স্পাইডার-লিলির বাহারও খুব। চলুন, যাবেন জ্যোৎস্নারাতে বেড়াতে ? দুঃখ হয়—যুগলপ্রসাদের এত সাধের সরস্বতী কুণ্ডীর বনভূমি—কত দিন বা রাখিতে পারিব ? কোথায় দূর হইয়া যাইবে হংসলতা আর বস্ত শেফালিবন। তাহার স্থানে দেখা দিবে শীর্ষ-ওঠা মকাই ও জনারের ক্ষেত এবং সারি সারি খোলা-ছাওয়া ঘর, চালে চালে ঠেকানো, সামনে চারপাই পাতা । কাদা-হাবড় আঙিনায় গরু-মহিষ নাদার জাব থাইতেছে। এই সময় মটুকনাথ পণ্ডিত আসিল। আজকাল মটুকনাথের টোলে প্রায় পনরটি ছাত্র কলাপ ও মুগ্ধবোধ পড়ে। তাহার অবস্থা আজকাল ফিরিয়া গিয়াছে। গত ফসলের সময় যজমানদের ঘর হইতে এত গম ও মকাই পাইয়াছে যে, টোলের উঠানে তাহাকে একটা ছোট গোলা বাধিতে হইয়াছে ! & মোবাদী লোকের উন্নতি যে হইতেই হইবে—মটুকনাথ পণ্ডিত তাহার অকাট্য প্রমাণ । উন্নতি –আবার সেই উন্নতির কথা আসিয়া পড়িল । কিন্তু উন্নতির কথা না আসিয়া উপায় নাই। চোখের উপর দেখিতে পাইতেছি মটুকনাথ উন্নতি করিয়াছে বলিয়াই তাছার আজকাল খুব খাতির সন্মান-আমার কাছারির যে-সব সিপাহী ও আমলা মটুকনাথকে পাগল বলিয়া উপেক্ষা করিত-গোলাবাধার পর হইতে আমি লক্ষ্য করিতেছি তাহারা মটুকনাথকে সন্মান ও খাতির করিয়া চলে। সঙ্গে সঙ্গে টোলের ছাত্রসংখ্যাও যেন বাড়িয়া চলিয়াছে। অথচ যুগলপ্রসাদ বা গনোরী তেওয়ারীকে কেউ পৌছেও না। রাজু পড়েও নবাগত প্রজাদের মধ্যে খুব খাতির জমাইয়া ফেলিয়াছে— জড়িটির পুটুলি হাতে তাহাকে প্রায়ই দেখা যায় গৃহস্থবাড়ীর ছেলেমেয়েদের নাড়ী টিপিয়া বেড়াইতেছে। তবে রাজু পাড়ে পয়সা তেমন বোঝে না, খাতির পাইয়া ও গল্প করিয়াই সন্তুষ্ট । 8 মাস তিন-চারের মধ্যে মহলিখারূপের পাহাড়ের কোল হইতে লবটুলিয়া ও নাঢ় বইহারের উত্তর সামীন পৰ্য্যন্ত প্রজা বসিয়া গেল। পূৰ্ব্বে জনি বিলি হইয়া চাষ আরম্ভ হইয়াছিল বটে, কিন্তু লোকের বাস এত হয় নাই—এ বছর ল দলে লোক আসিরা রাতারাতি গ্রাম বসাইয়া ফেলিতে লাগিল । কত ধরনের পরিবার। শীর্ণ টাটু, ঘোড়ার পিঠে বিছনাপত্র, বাসন, পিতলের স্বয়লা, কাঠের বোঝা, গৃহদেবতা, তোলা উকুন চাপাইয়া একটি পরিবারকে আসিতে দেখা গেল। মহিষের পিঠে ছোট ছোট ছেলেমেয়ে, হাড়িকুড়ি, ভাঙা লগ্ন, এমন কি চারপাই পৰ্য্যন্ত চাপাইয়া আর এক পরিবার আসিল। কোন কোন পরিবারে স্বামী-স্ত্রীতে মিলিয়া জিনিসপত্র ও শিশুদের বাকের দু-দিকে চাপাইরা বাক কাধে বহুদূর হইতে ইটো আসিতেছে।