পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশনি-সংকেত ఇeళి বিশ্বাস মশায় মনে মনে হিসেব করে বললেন-ধরুন মাসে দশ আড়ি ধান—পনেরো কাঠা চাল হলে আপনার মাস চলে যাবে—কি বলেন ? -ईश, डांशे थङ्गन —আর সংসারের ডালডুল, তেল মুন—ও হয়ে যাবে। পুরুতগরিটাও ধরুন— —সে তো ঠিক করেই রেখেচি–সংস্কৃত জিনিসটা কষ্ট করে শিখতে হয়েচে–ও বড় শক্ত জিনিস, সকলের মুখ দিয়ে কি বেরোয় ? এই শুনুন তবে—ধ্যায়ন্নিত্যং রজতগিরিলিভিং চারুচন্দ্রাবতংসং—ইয়ে—পরশুমৃগবর ভীতিহস্তা—ইয়ে রত্বকল্পজলাং— —বাঃ, বা:– —এটা কি বলুন তো ? —কি করে জানবো বলুন—আমর। হচ্ছি চাৰীবাসী গেরস্ত, আংক আস্ক পর্যন্ত আমাদের বিদ্যে । আর শিশুবোধক ৷ পড়েচেন শিশুৰোধক ? পার্থী সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল— দেখুন কদিন আগে পড়েচি, ভূলি নি। সব মনে আছে। গঙ্গাচরণ উৎসাহের সঙ্গে ঘাড় নেড়ে বললে—বেশ—বেশ— বিশ্বাস মশায় হৃষ্ট মনে বললেন—বাবা মারা গেলেন অল্প বয়সে। সংসারে দুটি নাবালক ভাই—জমিজমা যা ছিল এক জ্ঞাতি খুড়ে সব নিজের বলে লিখিয়ে নিলে জরিপের সময়— —সে কোথায় ? —চিত্রাঙ্গপুর, ডাবতীর কাছে। ডাবতলীর গরুর হাট ও-দিগরে নামকরা। অত বড় গরুর হাট এ জেলার নেই। —সেখান থেকে বুঝি এখানে এলেন ? —স্থ্য, দেখলাম ও গায়ে আর সুবিধে হবে না । মনে মনে বললাম, মন, পৈতৃক ভিটের মায়া ছাড়। এখানে কি না খেয়ে মরবো ? আমি আর বিষ্ট,সা। বিষ্ট সা আমার ছেলেবেলাকার বন্ধু। আমার সঙ্গে গা ছেড়ে যেতে রাজী হোল। তখন খুঁজতে বেরিয়ে পড়লাম দু’জনে। এ বলে ওখানে জমি স্তা ও বলে ওখানে জমি সন্তা। কিন্তু মশার জমি পাওয়াই যায় না। সস্তা তো কোথাও দেখলাম না । পঞ্চাশ টাকার কমে কোথাও জমি নেই— -५ांदनद्म खाक्षि বিশ্বাস মশায়ের অন্দরমহলের এই সময় শ'কে ফু পড়লো, গঙ্গাচরণ ব্যস্তসমস্ত হয়ে উঠে বললে—ও, সঙ্গে হয়ে গেল—আমি এবার যাই—এবার সঙ্গে-আহ্নিক করতে হবে কিনা ? আসল কথা, স্ত্রীর বুনো-শুওর সংক্রান্ত সতর্কবাণী তার বনে পড়েচে। নতুন গায়ের আশেপাশে এখনও যথেষ্ট বনজঙ্গল, অন্ধকারে চলাফেরা না করাই ভালো। সাবধানের মার নেই।