পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বিভূতি-রচনাবলী দাড়িয়ে আছে পোড়া-যদু-বালে সৰ্ব্বাঙ্গ পুড়ে গিয়েছিল, এখনও সে দাগ মেলায় নি— তাইওর ওই নাম গ্রামের মধ্যে। পোড়া-যদুও বলে আবাৱ যদু-পোড়াও বলে । যদু ইটখোলার কাঠ যোগান দেওয়ার ঠিকাদার। মোট পয়সা রোজগার করে। যদু-পোড়া ওকে দেখতে পেয়ে বললে—এই যে ইদিকি ! কাপালী-বোঁ ভেংচি কেটে বললে—ইদিকি ! দেখতি পেইচি। এ অন্ধকারে আর ও ভূতের রূপ চোখ মেলে দেখতি চাইনে। আঁতকে ওঠবো । যদু-পোড়া শ্লেষের স্বরে বললে—তবু ভালো। তবুও যদি— / কাপালী-বোঁ বাধা দিয়ে না থামিয়ে দিলে যদু-পোড়া একটা কি অশ্লীল কথার দিকে বুকে ছিল । থামিয়ে দিয়ে নীরস রুক্ষমুরে বললে—কই চাল ? -यां८छ् cब्र श्रां८छ् —না, দেখি আগে। কত কটি ? —আধ পালি। তাই কত কষ্টে যোগাড় করা। শুধু তোকে কথা দিইচি বলে। —কে তোমার কাছে কথা পেডেছিল আগে ? আমার কাছে তুমি কখন কথা দিইছিলে ? বাজে কথা কেন বলে । আমি দেরি করতে পারবো না—সন্দে হয়ে গিয়েচে—দেখি চাল আগে—তোমাকে আমার বিশ্বাস নেই— যদু-পোড়া নিজের সততার প্রতি এ রূঢ় মস্তব্যে হঠাৎ বড অবাক হয়ে উঠে কি একটা প্রতিবাদ করতে যাচ্ছিল, কাপালী-বে। আবার ধমক দিয়ে বলে উঠলো—আমি চলে যাচ্ছি কিন্তু। সারারাত এ শিমুল তলায় তোমার মত শ্মশানের পোড়া কাঠের সঙ্গে দাড়িয়ে থাকতি হবে নাকি ? চললাম আমি— যদু-পোড়া ব্যস্ত-সমস্ত হয়ে বললে-শোন, শোন যাস নে—বাবা, এ দেখচি ঘোড়ায় জিন দিয়ে—আচ্ছা আচ্ছা—এই দ্যাথ চাল—এই ধামাতে—এই যে—বাপ রে কি তেজ ! কাপালী-বোঁ সদৰ্পে বললে—চুপ! —আচ্ছা, আচ্ছ, কিছু বলচি নে—তাই বলচি যে— কাপালী-বোঁ আধঘণ্টা পরে ইটখোলা থেকে বেরুলো, আঁচলে আধ পালি চাল। পেছনে পেছনে আসছে যদু-পোড়া। অন্ধকার পথের দু’ধারে আশ-সেওড়া বনে জোনাকী জলচে । কাপালী-বেী তিরস্কারের স্বরে বললে—পেছনে পেছনে কোন যমের বাড়ী আসচো ? — তোকে একটু এগিয়ে দি— — ঢের হয়েচে । ফিরে যাও— —অন্ধকারে যাবি কি করে ? —তোমার সে দরদে কাজ নেই—চলে যাও— —গায়ের লোক এ পথে আসবে না, ভয় নেই