পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অশনি-সংকেত ≤ማ¢ —সে ভয় করি নে আমি। আমাকে সবাই চেনে—তুমি যাও চলে— তবুও যদু-পোড়া পিছু পিছু আসচে দেখে কাপালী-বোঁ হঠাৎ দাড়িয়ে বীজের মুরে বললে —যাও বলচি—কেন আসচো ? যদু-পোড়া আদরের মুরে বললে—তুমি অমন করচো কেন হ্যাগে ? বলি আমি কি পর ? কাপালী-বোঁ নীরস কণ্ঠে বললে—ওসব কথায় দরকার নেই। তোমাকে উপকার করতে কেউ বলচে না, যাও বলচি, নইলে এ চাল সব ওই থানায় ফেলে দেবো কিন্তু । যদু-পোড়া এবার থমকে দাড়ালে । বললে—যাচ্চি, যাচ্চি—একটা কথা— —কি কথা ? —চাল আর কিছু আমি যোগাড় করচি–পরশু সন্দেবেলা আসিস । —যাও তুমি— অনঙ্গ-বেী রান্নাঘরের দাওয়ায় আঁচল পেতে শুয়ে আছে, গঙ্গাচরণ কোথায় বেরিয়েচে, এখনো ফেরে নি। আধ-অন্ধকারে কে একজন দাওয়ার ধারে খুটি ধরে এসে দাড়ালো, অনঙ্গ-বেী চমকে বলে উঠলো—কে ? পরে ভাল করে চেয়ে দেখে বললে—আ মরণ ! মুখে কথা নেই কেন ? কাপালী-বেী মুখে আঁচল দিয়ে খিল খিল করে হাসচে। অনঙ্গ-বেী বললে—কি মনে করে ? —একটু মুন দেব ? —দেবো । কোখেকে এলি ? —এল্যাম । --বোস না— —বোসবো না। খিদে পাই নি ? —খাবি কি ? কাপালী-বোঁ আঁচল দেখিয়ে বললে—এই যে। —কি ওতে ? o —চাল—দেখতি পাচ্চ না ? মুন দ্যা ও দিনি। খাই গিয়ে— —কোথায় পেলি চাল ? —বলবো কেন ? তুমি দুটাে রাখে বামুন-দিদি। অনঙ্গ-বেী গভীর মুরে বললে—ছুটকি তোর বড় বড় হয়েচে । যত বড় মুখ না তত বড় কথা —পায়ে পড়ি বামুন-দিদি । নাও দুটাে চাল তুমি— —তোর মুখে আগুন দেবেী— । —আচ্ছ বামুন-দিদি আমরা নরকে পচে মরবো ঠিকই। আমাদের কথা বাদ দাও