পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छद्म ७ भूशु ·Gෙ যেখানে গিয়ে বলি, সেখানেও কিছুক্ষণ পরে সেই অবস্থা। অতি কষ্টে আসরের কোণের দিকে দাড়াবার জায়গা কোন মতে খুঁজে নিলুম। অন্তান্ত বাজে লোকদের কি কষ্ট । তারা প্রায়ই চাষাভূযো লোক, পাঁচ ছয় ক্রোশ দূরে থেকে পৰ্য্যন্ত অনেকে মহা আগ্রহে যাত্রা শুনতে এসেছে—এই শীতে তারা কোথায়ও বসবার জায়গা পায় না, কেউ তাদের বসবার বন্দোবস্ত করে না-স্টেশন মাস্টারবাবু, মালবাবু, কেরানীবাৰু ও পোস্ট মাস্টারবাবুদের ষত্ব করে বসাতে সবাই মহা ব্যস্ত । যাত্রা আরম্ভ হ’ল। নল-দময়ন্তীর পালা। একটু পরেই যদু হাজরা "নল সেজে আসরে ঢুকতেই—তখন হাততালির রেওয়াজ ছিল না—চারিদিকে হরিধ্বনি উঠল। অত বড় আসর মন্ত্ৰমুগ্ধবৎ স্থির ও নীরব হয়ে গেল । আমি যদু হাজরার নাম কখনো এর আগে শুনিনি, এই প্রথম শুনলুম। মুগ্ধ হয়ে চেয়ে রইলুম, শুীমবৰ্ণ, স্বপুরুষ—বয়স তখন বুঝবার ক্ষমতা হয়নি, ত্ৰিশও হতে পারে, পঞ্চাশও হতে পারে। কিন্তু কি কথা বলবার ভঙ্গি, কি চোখ মুখের ভাব, কি হাত-পা নাড়ার ঢং। আমার এগারো বৎসরের জীবনে আর কখনো অমনটি দেখিনি। ভিড়ের কষ্ট ভুলে গেলুম, কিছু খেয়ে বেরই নি, থিদেতে পেটের মধ্যে যেন বোলতায় হুল ফোটাচ্ছে—সে কথা ভুললুম —যাত্রা থেমে গেলে এত রাত্রে এক অজানা স্থানে শীতে কোথায় যাব—সে সব কথাও ভুলে গেলুম-পঞ্চ দেবতা পঞ্চ নলকুপে দময়ন্তীর স্বয়ম্বর সভায় এসে বসেছেন, আসল “নল"-রূপী যদু হাজরা বিস্ময়বিহ্বল দৃষ্টিতে চারিদিক চেয়ে বলছেন— এ কি হেরি চৌদিকে আমার— মম সম রূপ নল চতুষ্টয় মম সম সাজে সাজি বসিয়াছে সভা মাঝে বুঝিতে না পারি লি বা মায়াজাল ইষ্টদেব, পুরাও বাসনা মোর, মায়া জাল ফেল ছিন্ন করি। এমন সময়ে বরমালা হস্তে দময়ন্তী সভায় প্রবেশ করতেই নল বলে উঠলেন— দময়ন্ত, দময়ন্তী, মনে পড়ে হংসী মুখে আনন্দ-বারতা ? এই আমি নল-রাজ বসি স্তম্ভ পাশে — অপর চার জনও সঙ্গে সঙ্গে সমস্বরে বলে উঠল— দময়ন্তী, দময়ন্তী, মনে পড়ে হংসী মুখে আনন্দ-বারতা ? এই অামি নল-রাজ বসি স্তম্ভ পাশে —