পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জন্ম ও মৃত্যু も○。 ইহার কিছুদিন পরে শুনিলাম পরেশ-কাকার মামার আসিয়া তাহাকে হুগলি লইয়া গিয়াছে । দুই বৎসর পরে আমার উপনয়নের দিন ভোজে পরেশ-কাকাকে ব্রাহ্মণদের পংক্তিতে পরিবেশন করিতে দেখিলাম। শুনিলাম তাহার রোগ সম্পূর্ণ সারিয়া গিয়াছে, মামার অনেক ডাক্তার কবিরাজ দেখাইয়াছিল, এবং অনেক পয়সাকড়ি খরচ করিয়াছিল । কি সুন্দর চেহারা হইয়াছে পরেশ-কাকার। পরেশ-কাকা যে এত সুপুরুষ, পাগল, অবস্থার ছেড়া নেকড় পরনে, গায়ে কাদা-ধূলা মাথিয় বেড়াইত বলিয়াই আমি বুঝিতে পারি নাই । বলিষ্ঠ একহারা গড়ন, রং টকটকে গৌরবর্ণ, মুখশ্ৰী সুন্দর ; দেখিয়া খুশি হইলাম। কিছুদিন পরে ঘটা করিয়া পরেশ-ককার বিবাহ হইল। শুনিলাম নববধূ কলিকাতার কোন অবস্থাপন্ন গৃহস্থ বাড়ীর মেয়ে! বৈকালে খুব ঝড়-বৃষ্টি হওয়ার দরুন বর-বন্ধুর পৌছিতে এক প্রহর রাত্রি হইয়া গেল। আলো জালিরা বরণ হইল। এসিটিলিন গ্যাসের আলোতে আমরা নববধূর মুখ দেখিয়া অবাক হইয়া গেলাম—এসব অঞ্চলে অমন মুন্দরী মেয়ে কখনও দেখি নাই। সকলেই একবাক্যে বলিল—বে না পরী, পরেশের বহু জন্মের ভাগ্যে এমন বেী মিলিয়াছে। বিবাহের কিছুদিন পরে পরেশ-কাকার বেী বাড়ী চলিয়া গেলেন। মাস-দুই পরে আবার আসিলেন । সকালে পরেশ-ককাদের বাড়ী বেড়াইতে গেলাম। তাঁহাদের বাড়ীর সকলে তখন কি-একটা ছুটিতে বাড়ী অাসিয়ছে। অনেকে আমার বয়সী ছেলেমেয়ে। নতুন খুড়ীম বারান্দায় বসিয়া কুটনো কুটিতেছেন। জরিপাড় শাড়ি পরনে, আমাদের স্কুলে সরস্বতী-প্রতিম গড়ানো হইয়াছিল এবার, ঠিক যেন প্রতিমার মতো মুখশ্ৰী । অমর সামনে উঠানে ছুটাছুটি করিয়া খেলা করিতেছিলাম। পরেশ-কাকার বেী ওখানে বসিয়া থাকাতে সেদিন আবার যেন উৎসাহ দ্বিগুণ বাড়িয়া গেল। ইচ্ছা হইল, কত্ত কি অসম্ভব কাজ করিয়া খুড়ীমাকে খুশি করি। সে কি লাফবীপ, কি দৌড়াদৌড়ি, কি চেচামেচি শুরু করিয়া দিলাম হঠাৎ ! গায়ে যেন দশ জনের বল আসিল । এমন সময় শুনিলাম পরেশ-কাকার - শ বাড়ীর ছেলে নেপালকে বলিতেছেন-ওই ফসর্ণ ছেলেটি কে নেপাল ? বেশ চোখ-দুটি— নেপাল বলিল-ওপাড়ার গাজুলী-বাড়ীর পাবু— পরেশ-কাকার বেী বলিলেন—ডাক না ওকে ? আননে আমার বুকের মধ্যে টিপচিপ করিতে লাগিল। মুখ আগেই রোদে ছটাছুটিতে রাঙা হইয়াছিল, এখন তা আরও রাড়া হইয়া উঠিল লজ্জার। অথচ কিসের লজ্জা । গিয়া প্রথমেই একটি প্রণাম করিলাম। পরেশ-কাক্ষার বে বলিলেন—তোমার নাম কি ? পাৰু? ভালো নাম কি ?