পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छद्म ७ श्रृङ्का ©ፃፃ হারাণ চক্ৰবৰ্ত্তীর আসল ব্যাপারটা কি জানিতে চাহিল। ছেলে-ছোকরার দল না বুঝির গোলমাল করিতে লাগিল । এ বাড়ীর বৃদ্ধ কৰ্ত্ত সাম্যাল মশায়ের ডাক পড়িল । তিনি কাজের বাড়ীতে কোথাও ব্যস্ত ছিলেন, গোলমাল শুনিয়া সভায় আসিয়া দাড়াইলেন। এ গায়ের সমাজ বড় গোলমেলে, তাহা তিনি জানিতেন। পান হইতে চুন খসিলেই এই তিনশো নিমজ্জিত ব্রাহ্মণ এখনই হৈ-চৈ বাধাইয়া তুলিবে, থাইব না বলির শুভকাৰ্য্য পণ্ড করিয়া দিয়া বাড়ী চলিয়া যাইবে। প্রাচীন, বিচক্ষণ ব্যক্তি সব, কিন্তু সামাজিক ঘোটের ব্যাপারে ইহাদের না আছে বিচার-বুদ্ধি, না श्रां८छ् क७छsॉन ! তবুও সায়্যাল মশায় সভার মধ্যে খুব সাহসের পরিচয় দিলেন । বলিলেন, আপনাদের সকলকেই জানাচ্চি যে হারাণ চক্কোত্তির বাড়ীর একটি প্রাণীও আমার বাড়ী নিমন্ত্রিত নয়, তাদের কেউ এ বাড়ীতে আসেনও নি ! কিন্তু, আমার আজ অনুরোধ, এই সভাতেই সে ব্যাপারের একটা মীমাংসা হয়ে যাওয়া দরকার। হারাণ আমার প্রতিবেশী, আমার বাড়ীর পাশেই তার বাড়ী। তার ছেলে-মেয়ে আমার নাতি-নাতনীর বয়সী । আজ আমার বাড়ীর কাজ, আর তারা মুখ চুন করে বাড়ী বসে থাকবে, এ বাড়ীতে আসতে পারবে না, খুদ-কুঁড়ে । যা দুটে রান্না হয়েচে তা মুখে দিতে পারবে না, এতে আমার মন ভালো নেয় না। আপনার বিচার করুন তার কি দোষ-আমাদের গায়ের লোক মিলে আজ সকালে একটা মিটিং আমরা এ নিয়ে করেছিলাম, কিন্তু সকলে উপস্থিত না হ’লে ব্যাপারটা উত্থাপন করা ভালো নয় ব’লে আমরা বন্ধ রেখেছি। অামার যদি মত শোনেন, আমি বলি হারাণ চকোত্তির মেয়ে নির্দোষ, তাকে সমাজে নিতে কোন দোষ নেই। ইহার পর ঘণ্টা-দুই-ব্যী তুমুল বাগযুদ্ধ শুরু হইল, আজ সকাল বেলার মতোই। এই সভায় সবাই বক্তা, শ্রোতা কেহ নাই। চড়া গলায় সকলেই কথা বলে, কথার মধ্যে যুক্তিতর্কের বালাই নাই। দেখা গেল, এ গায়ের হারাণ চক্ৰবৰ্ত্তীর ব্যাপার লইয়া ফুটে দল, একদল তাহাকে ও তাহার মেয়েকে একঘরে করিয়া রাখিবার পক্ষে মত দিল। অপরপক্ষ ইহার বিরুদ্ধে। হারাণ চক্ৰবৰ্ত্তীর ডাক পড়িল, তার বয়স যদিও খুব বেশি নয়, কিন্তু কানে একেবারে শুনিতে পান না। টাইফয়েড হইয়া অল্প বয়স হইতেই কান দুটি গিয়াছে। তিনি হাতজোড় করিয়া নিবেদন করিলেন, তাহার মেয়েকে তিনি ভালো রকমই জানেন, তার স্বভাব-চরিত্র সৎ। যে ছেলেটিকে লইয়া এ কথা উঠিয়াছে, গাজুলীবাড়ীর সেই ছেলেটি কলেজের পাল, উচু নজরে কাহারও দিকে চায় না। ছেলেবেলা হইতেই বিছাতের সঙ্গে তার ভাইবোনের মতো মেশামেশি, এর মধ্যে কেউ যে কিছু দোষ ধরিতে পারে—ইত্যাদি। * ইহার উত্তরে বিরুদ্ধ দলের কর্তা কুমার চক্রবর্তী রাগিয়া উঠিয়া যাহা বলিলেন, তাহ আমাদের মনে আছে, কিন্তু সে সব কথা পাড়াগায়ের দলাদলি-সভার উচ্চারিত হইতে পারিলেও ছাপার অক্ষরে প্রকাশ করিবার যোগ্য নয়। श्रट्नरू रूबिब्रांe शंब्रां4 छङ्गदउँौंद्र श्उिांकांच्यै मण किहू कब्रिाउ भांब्रिण नां । कूयांब्र