পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনে-পাহাড়ে 894, পালন করেছে, ক্ষুধায় অন্ন-তৃষ্ণায় জল জুগিয়ে । একেই চেনে এর । হরদয়াল সিং হো-ভাষায় আবার আমার প্রশ্নটি ওদের করলেন। আর বুধনির উত্তর, अभिांग्न बूक्षिाग्र शिरजम । বুধনি বললে—আমরা দল বেঁধে ঘাই, চার-পাঁচজন এক সঙ্গে । – বাঘ-ভালুক দেখিল নে ? —মাঝে মাঝে দেখি বই কি । — ভয় করে না ? —ভয় করলে কি চলে আমাদের! সঙ্গে তীর ধচুক থাকে। তবে বাঘ বেশী মানুষ দেখলে পালিয়ে যায়। - হুর্তী বেশী খারাপ। হাতী তড়িা করে আসে । —বাম্ব কখনো তাড়া করে নি }, —না বাৰু, বা কিছু বলে না : —আর কি নায়ার দেখেচিল? —ভালুক আছে, ভালুকও বড় খারাপ। কখন ধে ঘাড়ে এসে পড়বে কেন্ড বলতে পারে मां ! उ छांछीं मां* श्रां८छ् । ~~কি সাপ ? & -मञ्चप्लग्न সাপ-আছে, মানুষকে তেড়ে কামডাবে। ময়াল সাপ আছে, খুব মোটা, সেও মানুষকে ধরে । আমরা ময়াল সাপের মাংস খাই, বেশ ভালো মাংস । সেই বনানীর মধ্যে বসে বনের দুলালী মেয়েদের সঙ্গে গল্প করতে আমাদের, এত ভালে লাগছিলো যে কিছুতেই সেখান থেকে উঠতে ইচ্ছে করে না । ভাত হয়ে গেল, বড় . বড় শাল পাতার পাত্রে ফেলযুদ্ধ ঢেলে বিনা মুনে বিনা তরকারীতে দিব্যি খেতে লাগল। বিলাগিতার সৰ্ব্ব উপকরণ-শূন্ত এই সকল অনাড়ম্বর জীবন-ধারা আমার কাছে এত নূতন, এত অপরিচিত যে শুধু এই দেখবার জন্তে আমি সমস্ত রাত এইভাবে কাটিয়ে দিতে পারি। কিন্তু শীত পড়ে আসছে, এসময় বাইরে বসে থাকা স্বাস্থ্যের দিক থেকে নিরাপদ নয়। কাজেই আমরা বাংলোর মধ্যে গিয়ে আগুনের ধারে বসলাম । হরদয়াল সিং বললেন আমি একটা বড় সাপের কথা জানি । अभि वजनूष-कि मांभ ? —পাইথন। আমার অধীনস্থ এক কৰ্ম্মচারী একবার পাহাড়ী ঝর্ণায় স্নান করতে যাচ্ছিলেন, শুনলেন জঙ্গলের মধ্যে সড় সড় করে শব্দ হচ্ছে, জঙ্গলের মধ্যে খুজে দেখলেন একটা প্রকাও পাইথন সাপ। একটা ছোট হরিণকে প্রায় অৰ্দ্ধেক গিলে ফেলেছে। —তারপর ? 影 —তারপর তিনি বনের মোটা লতা দিয়ে সাবধানে সাপটাকে বাধলেন। স্নান সেরে উৰুতে ফিরে সকলকে সংবাদ দিতেই কুলি ও ফরেস্ট গার্ডের দল হৈ হৈ করে গিয়ে সাপটকে জখম করলে। তখন কিন্তু তার ভেবেছিল ধে সাপট মরেই গেল। বিকেলের দিকে