পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনে-পাহাড়ে 88& জোগাড় করে আমার পরে পোংসা রওনা হতে। আমি তখনই সাইকেলে চললাম। ঠাকুর বারণ করলে তখন যেতে। আমি বললাম- বন তো ফুরিয়ে গিয়েছে। এ রাস্ত বিশেষ খারাপ হবে না । বন যে আরম্ভ হয় নি তখন কি তা জানি ? মিঃ হরদয়াল সিং বললেন- পোংসাতে আমিও ছিলাম ট্রেনিং-এর সময় । দেরাদুনে ফরেস্ট কলেজে যাওয়ার পূৰ্ব্বে । ওখানে বেঙ্গল টিম্বার ট্ৰেডিং কোম্পানীর আপিস ছিল সে সময় । মিঃ সিংহ বললেন—কোল-বোংসা থেকে মাইল খানেক রাস্তা বেশ বন পেলাম। কিন্তু নিকটেই গ্রামের গরু মহিষ চরছে, কাঠুরে কাঠ কাটচে, স্বতরাং তত ভয় হবার 전제 | তারপরে মহাদেবশাল বলে একটা ঝর্ণ পার হলাম, নিবিড় বনের মধ্যে বির ঝির করে বইছে পাথরের ওপর দিয়ে । ভরলাম, বন আর কতদূর হবে ? এই শেষ হয়ে গেল। ক্রমে পাহাড়ের ওপর রাস্ত উঠতে লাগলো, উঠচে, উঠচে, সাইকেলে যেতে যেতে পা ভেঙে পড়চে, বুকের মধ্যে কেমন অস্বস্তি হচ্চে, এদিকে বন ক্রমশঃ নিবিড় থেকে নিবিড়তম হতে লাগলো। জনমানবহীন মুনির্জন স্বনিবিড় বনানী সেই ক্রমোচ্চ পাহাড়ী পথের পাশে । আরা জেলার অধিবাসী আমি, অমনতর বনের ধারণাই নেই আমার। ভয়ে বিস্ময়ে আমি কেমন হয়ে গেলাম। একটা মানুষ কি নেই সেই পথে ? যত যাই পথেরও কি শেষ নেই ? অত বেলা হয়েছে কিন্তু সে বনে ভালো করে তখনও সূর্য্যের কিরণ পড়ে নি। এ রকম আবার বন হয় ! 3 আমরা যেখানে পাথরের চাতালে বসে গল্পট শুনছিলাম, বরকেলা পাহাড়শ্রেণীর সামুপ্রদেশের বনানীর মধ্যে সেখানে অন্ধকারে চারিদিকে যেন মিঃ সিংহের এ অভিজ্ঞতা নিজেদের কাছেই বাস্তব হয়ে উঠেছিল । এ গল্প শুনতে হয় এমন জায়গাতে বসেই বটে ! মিঃ সিংহ বললেন -তারপর এক জায়গায় আমার সত্যিই মনে হোল পোংসা নামক জায়গাতে বেঁচে থাকতে আর বোধ হয় পৌছবে না। তখন নতুন বিয়ে করেছি! মনে হোল এখানে বলে পকেটের কাগজ নিয়ে একটা উইল লিখে রাখি। এই যেন হাতী কি বাঘ এসে ঘড়ে পড়লো বলে। আর কোন আশাই নেই। শুধু দাতে দাত চেপে মনের জোরে পথ চললাম। অবশেষে বন ক্রমে যেন একটু পাতলা হয়ে এল। একটা পাহাড়ের ওপর একটা ছোট বাংলো পাওয়া গেল । লোকালয় দেখে ধড়ে প্রাণ এল । তখন বেলা তিনটে । জিজ্ঞেস করে জানলাম আমার গন্তব্যস্থান এখান থেকে আরও মাইল ছয়েক। কোল-বোংলায় যে বলেছিল দশ মাইল, সেটা সম্পূর্ণ ভুল। এদের দূরত্ব সম্বন্ধে কোন ধারণা নেই। আবার বন । তবে আমার মনে অনেকখানি ভরসা হয়েছে। श्रांभि वजजांश-कथन ८लोहूजन- * —প্রায় সন্ধ্যার সময়। ওপরওয়ালা কৰ্ম্মচারী ছিলেন এক পাঞ্জাবী, তার সঙ্গে দেখা করলাম—তিনি বাসা দিলেন প্রায় আধ মাইল দূরে এক ছোট খড়ের ঘরে। সারাদিন সাইকেল চড়ার পরিশ্রমের পরে সেই ঘরে ঘড়ির খাটিয়ার ওপর বিনা বিছানাতে বিনা লেপে