পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88We विडूङि-द्रळ्नावलौ জয়ে রইলাম। দুৰ্দ্দাস্ত শীত। অনেক রাত্রে পাঙ্গাৰী কৰ্ম্মচারীর চাকর আমায় খানকতক রুটি আর একটু ডাল দিয়ে গেল। পরদিন দুপুরের সময় অামার পাচক এসে পৌছুল আমার জিনিসপত্র নিয়ে। সে না কি ঐ রাস্তায় একটা বাঘকে শুয়ে থাকতে দেখেছিল। বিচিত্র নয় | মিঃ সিংহ গল্প শেষ করলেন। আমরা আবার মোটরে উঠে সৈদবার পথে বরকেলা পাহাড়শ্রেণী থেকে নেমে এসে রাচি-চক্ৰধরপুর-রোড ধরলাম। রাত দশটায় চাইবাসা। আমি বললাম—পোংসায় আর কিছু ঘটে নি আপনার চাকরীর প্রথম দিনে ? মি: সিংহ বললেন—আর বিশেষ কিছু নয়, তবে রাত্রে ভাল ঘুম হয় নি। কেবল ভাবি, যেমন বন-জঙ্গল দেখচি, হয়তো বাঘ-ভালুক ঢুকেই পড়বে ঘরের মধ্যে। তার উপর ভীষণ DDS BBB BB BBBB BBB BBBBB BB eTBBBtttS BB BBBBBB মধ্যে ঘুম যতটা হওয়া সম্ভব ততটা হয়েছিল। —ক্টোথায় শোবুৱে জায়গা দিয়েছিল ? • -একটা ছোট্ট ঘরে। তার একদিকে জঙ্গল ও ক্ষুদ্র একটি পাহাড়ী ঋণা। গ্রাম থেকে সিকিম ইল দূরে। ঐ সব প্রশ্ন সেদিন অত খুঁটিনাটি ভাবে জিজ্ঞেস করেছিলুম এবং তার উত্তর এত মাগ্রন্থের সঙ্গে মনোযোগ দিয়ে শুনেছিলুম যে, গৃহ ও পরিবারবর্গের অঙ্ক থেকে সঙ্কবিচু্যত । একটি অনভিজ্ঞ যুবকের সেই দিন ও রাত্রির ভিক্ত অভিজ্ঞতা আমার মনে দৃঢ়ৰূপে অঙ্কিত হয়ে গিয়েছিল। সুতরাং পথের পাশে অন্ধকার বাজে গাছের তলায় চা পানের পরের বৎসব আমি নিজে যখন মিঃ সিংহের সঙ্গে মোটরে মনোহরপুব থেকে কোল-বোংসা হয়ে পোংসা এলুম এমন কি ছোটনাগ বা গ্রামের সেই কুঁড়েঘর দেখলুম যেখানে মিঃ সিংহ রাত কাটিয়েছিলেন —তখন আমার কল্পনায় অঙ্কিত সব ছবির সঙ্গে এত গরমিল হোল, যে আমি নিজেই অবাক হয়ে গেলুম। গত ১৯৪৩ সালের নভেম্বর মাসে আমি মিঃ সি’হের সঙ্গে সিংস্থূমের বিখ্যাত সারাও ফরেস্ট ভ্রমণ করি । মিঃ সিংহ তিন মাসেব জন্যে সীরাও বিভাগে বদলি হয়েছিলেন, আমিও ঐ দুই মাসের স্বযোগ গ্রহণ করবার জন্যে ওঁর সঙ্গে সারাও ভ্রমণে বের হই। মনোহরপুর থেকে মোটর ছেড়েই আমরা কইনা বলে একটি পর্বত্য নদী পার হলুম। তারপর রাঙা মাটির আঁকা-বাক পথ একে বেঁকে যেতে যেতে সাত-আট মাইল দূৰবৰ্ত্তী stare care tats (Saranda of seven hundred hilis) garsitarii în রেখার সঙ্গে মিশে গিয়েছে, পথের পাশে এখানে একটা ভুংরি (অমুচ্চ পাহাড় ) ওখানে একটা ছোট শালবন, কোথাও বা একটা হে অধিবাসীদের গ্রাম। মিঃ সিংহ বললেন—এই সেই পথ, মনে আছে আমার গল্প ? আমি তখনও পৰ্য্যস্ত ৰন দেখি নি সে পথে। বললাম—কেন এ পথ মন্দ নয় তো ?