পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনে-পাহাড়ে 8& 3 আর যেখানে রান্না করে খাওয়া হয় সেটা পিকৃনিক। নিকৃপিকের আয়োজন সম্পূর্ণ করলেন্ন বেীমা, স্থবোধের স্ত্রী। তার নিপুণ ও শিল্পীহস্তের তৈরি অনেক কিছু স্বখাপ্ত এলুমিনিয়ম সম্পূটকে ভৰ্ত্তি হোল, তবে চা নাকি তৈরি হবে বৈতরণী নদী-তীরের চমৎকার মাঠে ও বনের ধারে —তাই চায়ের সাজসরঞ্জাম নেওয়া হোল সঙ্গে। আমরা জন-পাচেক একটা মোটরে । হাট-গামারিয়ার রাস্তায় মোটর হু হু চললো । দুধারে গ্রানাইটের অনুচ্চ পাহাড়, চাইবাসার আশে পাশে দক্ষিণ ধলভূমের সর্বত্র এই ধরণের পাহাড় দেখতে পাওয়া যায়। দূর থেকে দেখে মনে হয় কালে পাথুরে কয়লার একটি কূপ । পাথরগুলোও অনেক জায়গাতেই অমনিতর ছোট ছোট ও আলগা। পাহাডের ওপর শিশুগাছ ( Dalbergia.Sisiu) অনেক দেখলুম এ অঞ্চলে। শিশুগাছ সাধারণতঃ পাহাড়ে দেখা বায় না, বনে পাওয়া করি, বাংলাদেশে বা শিশুগাছ বলে চলে, তু হোল দক্ষিণ আমেরিকা থেকে আমদানি রেইন ট্রি। অনেক জেলা-বোর্ডের পথের ধারে বাংলাদেশে এই জাতীয় গাছ ষথেষ্ট দেখা যায় । মিঃ সিংহ বললেন-কাছেই একটা ভালো বর্ণ আছে। —কুতদূর ? བམཚ་རྩུསuཏྭ་ཨཱཿ ཨཱཿ ཨ་ག་ মাইল। বনের মধ্যে। -७थन १jसंप्रां'शां८द ? —ফিরবার পথে সুবিধা হবে, এখন থাক । - এ পথে, হাট-গামারিয়া একটি ভালো জায়গা। মহারাজা ঐশূ নদীর চীনামাটির খনি’ আছে এখানে। আর একটা আছে কিছুদূবে, সেটার মালিক জনৈক ধনী মারোয়াড়ী মহাজন। ধৃ ধূ মাঠ ও রুক্ষ গ্রানাইট পাথরের অমৃক্ষ টিলার মধ্যে ক্ষুদ্র একটা লোকালয়, বাজার, চায়েব দোকান, খোলার চালার-দোকান-ঘর, একটি ডাকবাংলো-এই নিয়ে হাটগামারিয়া। তারপর আবার চওড়া পিচ ঢালা রাস্ত সীমাহীন অম্বুৰ্বর প্রান্তরের বুক চিরে সোজা চলেছে বহুদূরস্থ কেউনঝর-স্টেটের শৈলমালা ও অরণ্যানীর দিকে। মাঝে মাঝে ক্ষীণস্রোতা পাহাড়ী নদী ঝিরঝির করে বইছে। আর একটা কি গ্রাম পড়লো, শুনলুম অনেক সমৃদ্ধিশালী মুসলমানের বাস সে গ্রামে। একটা মসজিদও দেখা গেল। বন কোপ্পা নেই— জু-একটা শাল মহুয়া গাছ মাঠের মাঝে মাঝে । অনেক দূর গিয়ে সামনে পড়ল একটা রড নদী, তার ওপর ব্যদিকে একটা ভাঙ্গা পুল। রাপ্ত বেঁকে চলে গেল নদী পার হয়ে একটা নতুন তৈরী গুলের ওপর দিয়ে। নদী পার হয়ে ওপারে চলে গেল গাড়ী। স্থবোধা বললেন-বৈস্তুরী পার হলেন এবার। —বলেন কি ? এত সহজে ? -उद्दे । —এখন কোথায় যেতে হবে ? —তিন মাইল দূরে চম্পুয়াতে যাবে।