পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8é२ বিভূতি-রচনাবলী —সে তো কেউনঝর রাজ্যে ! —বৈতরণী পার হবার সঙ্গে সঙ্গে কেউনঝর রাজ্যে পা দিয়েচেন । —সীমান্ত রক্ষী-টক্ষী নেই ? —ও সর্বের বালাই নেই এদিকে। আমরা একটি দৃপ্ত দেখলুম—কেউনঝর-স্টেট থেকে লুকিয়ে চাল এনে বিক্রি করছে গরীব চাষীর। বৈতরণীর এপারের ব্রিটিশ রাজ্যের প্রথম গ্রামে গাছতলায় চোরাই চালের হাট। খরিদ-বিক্রি বেশ জোর চলছে। ক্রেতা বেশির ভাগ মারোয়াড়ী মহাজন। দূরে মাঠের মধ্যে বেশ স্বন্দর একটি অট্টালিকা দেখা গেল। মিঃ সিংহ বললেন—ওই হোল চম্পূয়া ফরেস্টার্য ট্রেনিং একাডেমি । . —কেউনৰুর-স্টেটের ? . --অামাদের গভর্নমেণ্টের। স্থলটা আমরা পতে গেলুম। সাহাবাদ জেলার একটি মুসলমান ভদ্রলোক স্থলের স্থপঞ্জিমূল্লেণ্ডেণ্ট ।ধ তিনি অত্যন্ত যত্ন করে মেয়েদের নিয়ে ক্লাসরুম, মিউজিয়ম, বোর্ডিংঘর ইত্যাদি দেখালেন। বড় বড় ব্ল্যাক্বোর্ড টাঙ্গানো ক্লাসে ক্লাসে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলি । নূতন পালিশ করা চেয়ার-বেঞ্চ"। বেশ ভালো ব্যবস্থা পড়াশুনোর। , মিউজিয়ম—সিংস্কুম ও উড়িয়া অঞ্চলের বনের বিভিন্ন শ্রেণীর টিম্বার, লতা, বীজ, বনজাত দ্রব্যাদি দিয়ে সাজানে। এখানে প্রথম গিলে বীজ দেখলুম –গিলের সাহায্যে ধুতি পাঞ্জাবি ‘কেঁচাতে দেখেছি, কিন্তু জিনিসটা কি জানতাম না। মহিষের সিং-এর মত প্রকাও এক প্রকার ফলের মধ্যে যে বীজ থাকে তাই হোল গিলে। একট। ফলের মধ্যে আটট করে বীজ থাকে। নানা রকমের আঁশ —যা থেকে নাকি রেশমের চেয়েও ভাল কাপড় হতে পারে, তবে হয় না। মিউজিয়মের বাইরে ওসব আর কোথাপ্ত দেখা যায় না। भूनलभांन ङयप्लांक বললেন—আপনাদের একটু চা— আমরা ধন্যবাদ দিয়ে বললাম—না না থাক, তার আর দরকার নেই। বেল গিয়েছে। একটু পরে আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে চললাম জয়ন্তগড়। বৈতরণী-তীরে মুন্দর ডাকবাংলো ও মাঠ। বৈতরণীর একটা ছোট খাল, ডাকবাংলোর মাঠের এক ধার বেষ্টন করে রেখেচে। খালে এখন জল নেই। খালের ধারে জলজ ঘাস । স্থানটি বেশ নির্জন ও মনোরম ৷ - সঙ্গে যে সব ছোট ছোট ছেলেমেয়েরা ছিল, ওরা ছুটোছুটি করে খেলা করতে লাগলো মাঠে। মেয়ের চায়ের জল চড়াবার ব্যবস্থা দেখতে গেলেন। নিকৃপিকের আয়োজন পুরোদমে চললো । w আমরা তিনটি পুরুষ-মানুষ নদীর ধার ঘেষে চেয়ার পেতে বসে যুদ্ধ প্রভৃতি গুরুগম্ভীর বিষয়ের চচ্চ1 করি। একটি ছেলে এসে বললে—ম বলে দিলে কাঠ নেই— अभि अवांक श्ब्र पत्रि-कांठं ?