পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8@贺” বিভূতি-রচনাবলী বছরের মধ্যে শুধু গ্রানাইট পাথরের গওশৈল ও মুণ্ডারি অধিবাসীদের ক্ষুদ্র ক্ষুদ্র কুটির। জামরা বললাম—এ বাড়ীতে মালিক থাকেন কখন ? ম্যানেজার হেসে বললেন—বখন তার মজি হয়। বাড়ী তৈরি শেষ হয়েছে অল্পদিন। –এর মধ্যে আসেন নি ? —ন । তবে দেখতে আসবেন জানিয়েছেন। —কত টাকা খরচু হোল বাড়ীতে । -চল্লিশ হাজারের ওপর খরচ হয়ে গিয়েছে। ম্যানেজার আঁমানের জন্ত চায়ের ব্যবস্থা করতে চাইলেন-কিন্তু আমরা ধন্যবাদ দিয়ে বেরিয়ে পড়লুম। হাট-গামারিয়া চীনেমাটির খনিতে পরেশ সাম্যাল কাজ করেন। তিনি অহুবাদ-সাহিত্যুে হাত পাকিয়েচেন। মামাজের ইচ্ছে হোল ঘোরবার পথে তার সঙ্গে দেখা করতে হবে। ” * शके রিয়াত্রণে ডাকবাংলোর পেছনে বাস খুঁজে বার করাঞ্চগল। રેિષઃ ছোট ভেণ্ঠর থেকে এসে জানালো কাকা তো বাড়ীতে নেই-বাজাবের দিকে গিয়েচন। বাজারে এসে খোজাখুঁজি করতে পরেশবাবুব দেখা পাওয়া গেল। সেই তেপান্তর মাঠের মধ্যেকার ক্ষুদ্র গ্রামে মাসেব পর মাস, বছরের পর বছর থাকেন এরা, অপ্রত্যাশিতভাবে এতগুলি বাঙালীর মুখ দেখে পরেশবাবু খুব খুশী হয়ে উঠলেন। তার বাড়ী গিয়ে আমরা ফিরে এসেছি এতে খুব দুঃখিত হোলেন। বললেন—চলুন, একটু চ খেয়ে আদতে হবে। আমরা বললাম, আজ রাত হয়ে গিয়েছে অনেক। আর একদিন নিশ্চয়ই হবে। স্ববোধবাবু বললেন—আপনি কাল অম্বিন না চাইবাসায়। --যাবে । —আপনি এলে আমরা অত্যন্ত আনন্দ | আমরা বিদায় নিলাম পবেশবাবুর কাছ থেকে। কি সুন্দর জ্যোৎস্না ! বার বার আমার মনে হচ্ছে বনের সেই অদেখা ঝর্ণাটির কথা। যদি এতরাত্রে এমন জ্যোৎস্নার মধ্যে সেখানে ধাওয়া যেত। কিন্তু কোনো কথা বলতে ভরসা হোল না, রাত প্রায় দশটা বাজে। স্থবোধবাৰু বললেন-কাল সেরাইকেল যাওয়া বাবে যদি পরেশবাৰু আসেন— মিঃ সিংহ বললেন-এবার কিন্তু আর নিকৃপিক নয়, পুরো পিকৃনিকৃই হোক— —অস্থবিধে আছে। ওসব হাঙ্গামা পোষাবে না। নেমন্তয়, মনে পার্ট আছে সেখানে । —আমরা বিনা নিমন্ত্রণে পার্টতে যাই কি করে ? —তাতে কিছু আটকাবে না । এ সব নিজেদের মধ্যের ব্যাপার। পরদিন আমরা বেশ একটা বড় দল সেরাইকেলার পথে রওনা হলাম। ও পথে মাইল