পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

থলকে দে একরাত্রি বনে-পাহাড়ে%চনার পৃষ্ঠপট স্বাক্সগু অরণ্যে ভ্রমণের সময় বিভূতিভূষণ বনগ্রামবাসী মন্মথনাথ চট্টোপাধ্যায মহাশয়কে পত্রাকারে তাহার এই ভ্রমণ-অভিজ্ঞতাটি লিখিয়া পাঠান। এই পত্রটি ‘পল্লীবাৰ্ত্তা’ নামক সাপ্তাহিক পত্রে প্রকাশিত হয়। বস্তুত ইহাই বনে-পাহাড়ে'র স্বাক্টকেজ। তৎসবেও এই রচনার একটি স্বতন্ত্র খুদ আছে, সেই জন্যই এটি পৃথক চনা সাবে এই গ্রন্থে মুদ্রিত করা হইল।—সম্পূৰ্ব বিভূতি-রচনাবলী । ] শ্ৰীচরণেষু, নিবিড় বনমধ্যস্থ এক বনবিভাগের বাংলো খেকৈ লিখছি এ চিঠি। গত মই তারিখে টশিলা খুেক বেরিরে বেলে সেচি টাই:"ই"-র মি: সিংহের সঙ্গে , গণ এগোখ ১৭ মাইজম্মুমডি বাংলাতে। গুয়া ও মোঃ"", అt ২৭ মাইলের মধ্যে লোকাল জুই-সী। এণ্ড জুই vడ క్షా नि_ gD DB BBB BB BBS TSeeDuS ggg ttB BDD - gাতে লে هي ফুৰে কোথাও ডাকঘর বা লোকাগ. : এই চিঠি বনবিভাগের পেয়ানা ২ মাইল হেঁটে শপথে জেবাইকেল নিয়ে গিয়ে ডাকে দেবে। যেতে লাগবে ২ দিন ডাকঘরে। কৰে চিঠি পান দেখবেন তো ? ক’দিনে বনগা যাবে এ বড় কৌতুহলজনক। , 'কাল গিয়েচে পূর্ণিমা। বাংলো একটা বনাবৃত ছোট পাহাড়ের চূড়ায়, মধ্যে একটা উপত্যক। সেকি থেকেই নেধি নিবিড় মর্যানী ও শৈলচুড বি আছে চারিদিকে। গভীর রাত্রে 'কাল জোখমাস্কাত অরণ্যে যখন মযুব ও সম্বর হরিণের ডাক শুনলুম, তখন সত্যই মনে হোল কোথায় আছি ? বন্ত হস্তীর উপদ্রব সৰ্ব্বত্র। যেখানে সেখানে হাতীর নদশড়ে অাছে। একাল বড় মজা হয়েচে। চা খেয়ে আমি, মি: সিংহ, ও বেঞ্জ অফিসাব মিঃ গুপ্ত তিনজনে 2বাংলো থেকে নেমে বনপথে বেড়াতে গেলুম হেঁটে।- কি স্বন্দর অপবাহের ছায়াবৃত সে অপূৰ্ব বনকান্তার! ময়ুব-নিনাতি বনভূমি বাল্মীকির রামায়ণেব অবশ্যকাণ্ডের বনবর্ণনা স্মরণ করিয়ে দেয়। সন্ধ্যার অন্ধকার নেমে এল দেখে মিঃ গুপ্ত বল্পেন, চলুন, অন্ধকারে হাতী বেরুবে। যদিও পূর্ণিমা কিন্তু এ বনে চতুৰ্দ্দিকেব শৈলমাল ভেদ করে চাদের আলো পড়তে এক ঘণ্টা দেরি হয়ে যাবে। এই এক ঘণ্টা নিবিড় অন্ধকারে আবৃত বনের মধ্যে এক পাথরের ওপর বসে থাকা নিরাপদ নয়। এমন সময় মানুষের গলা শোনা গেল পায়ে চলা সরু পথটার ওপ্রান্তে । যাব। আসচে তারা আমাদের দেখে ভয়ে দাড়িয়ে গিয়েচে । আমবা ডাক দিলুম, দুজন হে জাতীয় লোক। তারা বল্পে বালজুড়ি থেকে চাল কিনে আসচি। হে ঠাষায় বল্পে, মিঃ গুপ্ত জানেন এ ভাষা। বালজুড়ি কোথায় ? ওরা বল্পে, বোনাইগড় স্টেট। কখন বেরিয়েচ বরে, বেলা দশটায়। দক্ষিণ-পশ্চিমে এই অরণ্যভূমির ওপারে উড়িায় বোনাইগড় করদরাজ্য। সেখানে চাল ছ' সের টাকায়। লোক দুটি সেখানকার