পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

St. बिठूडि-ब्रष्नांश्र्निौ পড়িষ্যা মাৱ খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিষা উঠিল, সে ভিড় ঠেলিয়া আগাইয়া গিষা বলিল--ছেলেমান্তব্য ওকে তোমরা মারচ কেন ? বা রে, ছেড়ে দাও-ছাড়ো । পয়ে সে পটিকে মাটি হইতে উঠাইতে গেল, কিন্তু পিছন হইতে কাহার হাতের ঘুষি খাইষা খানিকক্ষণ সে চোখে কিছু দেখিতে পাইল না , তারপর ঠেলাঠেলিতে সে ও মাটিত পড়িসা 〔外确1 অপুকেও সেদিন বেদম প্ৰহাব খাইতে হইত নিশ্চযই, কারণ তাহার মেয়েলি ধরণের হাতে পাযে কোন জোর ছিল না , কিন্তু ঠিক সেই সমষে নীবেন এই পথে আসিযা পড়াতে বিপক্ষদল সরিয়া পড়িল । পটুর লাগি যাছিল খুব বেশী , নীরেন তাহাক মাটি হইতে উঠাইয়া গাযের ধূলা ঝাভিযা দিল । একটু সামািঙ্গাইয লইযাই সে চাবিদিকে চাহিযা দেখিঙে লাগিল-ছড়ানো কডিগুলার দু একটি ছাড়া বাকীগুলি অদৃশ, মাষ কড়ির থলিটি পৰ্য্যন্ত । পরে সে অপুর কাছে সরিষা আসিযা জিজ্ঞাসা করিল-অপুদা, তোমার বেশী লাগেনি তো ? এতদূরে ঠিক দুপুর বেলা জেলের ছেলেদের দৰে। মিশিযা কডি খেলতে আসিবার জন্ম নীরেন দু’জনকেই বকিল । সময কাটাইবার জন্য নীরেন পাড়ার ছেলেদের লইলা অন্নদা রাযের চণ্ডীমণ্ডপে পাঠশালা খুলিযাছিল, সেখানে গিয কাল হইতে পণ্ডিবােৱ জপ্ত ঘু’জনকে বার বাৱ বলিল। পটু চলিতে চলিতে শুধুই ভাবিতেছিল-কেমন সুন্দর কড়ির গেজেটা আমার, সেদিন অতি ক’রে ছিবাসের কাছে চেযে নিলাম-গোল । আমি যদি কড়ি জিতে আয় না খেলি তা ওদের কি ? সে তো আমার ইচ্ছে । বাড়ী ঢুকি যাই অপু দুর্গাকে বলিল-দিদি, শিষ্টলতলাষ গু"ডব কাছে আমি একটা বঁকা কঞ্চি রেখে গিাইছি, আর তুই বুঝি সেটাকে ভেঙে দু’খণ্ড ক’রে বেখেচিন্তু ? দুৰ্গা সেখানাকে ভাঙিযাছিল ঠিকই। —আহা! ভারী তো একখানা বঁকা কঞ্চি । তোর ষত পাগলামী-বঁাশ-বাগান খুঁজলে কঞ্চি আর মিলবে না বুঝি ? কfঞ্চব ভাবী অমিল কিনা ৷ অপু লজ্জিত মুখে বলিল-অমিল না তো কি ? ? এনে দে দিকি ওঙ্কািবকম একখান! কফি । আমি কত খুঁজে পেতে নিযে আসবে, আর তুষ্ট সব ভেঙে চুক্সে বাখৰি-বেশ তো । তায় চোখে জল আসিযা গেল । দুৰ্গা বলিল-দেবে! এখন এনে যত চাস, কায়া কিসের ? বঁকা-কফি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস। একখানা শুকনো, হালকা, গোডার দিক মোটা আগার দিক সরু, র্যাকা-কঞ্চি হাতে বরিশোিষ্ট শপুর ১ন পুলকে শিহরিযা ওঠে, মনে অদ্ভুত সব কল্পনা জাগে । একখানা বঁকা-কঞ্চি হাতে করিয়া এক দিন সে সারা সকাল কি বৈকাল আপনমনে পঁাশবনের পথে কি নদীর ধারে বেড়াইযা বেড়ায , কখনো রাজপুত্র, YzD S uTDDBB GDSBDDH DBDBBBS BBBD D LuDS DDD ELLLLL অর্জন-কল্পনা করে ও আপনমনে বিড় বিড় করিয়া কাল্পনিক ঘটনা যাহা ওই অবস্থায্য তাহার জীবনে ঘটিলে তাহার আনন্দ হুইত, সেই সব ঘটনা বলিষ ঘাষ। কঞ্চি যত মনের মত হালকা হুইবে ও পরিমাণমত বঁকা হইবে, তাহার আনন্দ ও কল্পনা ততই পরিপূর্ণতা লাভ