পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ¢mb” বিভূতি-রচনাবলী কাছে তার গান গাওয়া ? নদীর ধারে বড় শিমুলগাছটার তলায় চলা-চলভিয় পথ হইতে কিছুদূত্ৰে বঁাশ ঝোপের আড়ালে দুজনে বসে। অপু অনেক কষ্ট লজ্জা কাটাইয়া একটা গান YSuBD LB qB K SLBLzS S S LYSYKLL LLL KuB YB DB মুখে শুনিয়া সে লিখিয়া লইয়াছে। অজয় অবাক হইয়া যায়, বলে-তোমার এমন গলা ভাই ? তা তুমি গান গাও না কেন ?--আর একটা গাও। অপু উৎসাহিত হইয়া আর একটা ধরে-খেয়ার আশে বসে রে মন ভুবল বেলা খেয়ার ধারে। তাহার দিদি। কোথা হইতে শিখিয়া আসিয়া গাহিত, সুয়টা বড় ভাল লাগায় অপু তাহার কাছ হইতে শিখিয়াছিল-বাষ্ঠীতে কেহ না থাকিলে মাঝে মাঝে গানটা তাহারা দুজনে গাহিয়া থাকে। গান শেষ হইলে অজয় প্ৰশংসায় উচ্ছসিত হইয়া উঠিল। বলিল-এমন গলা থাকলে ৰে কোনো দলে ঢুকলে পোনেরো টাকা ক’রে মাইনে সোধে দেবে বলুচি তোমায়-এর ওপর একটু যদি শেখো ! বাড়ীতে কেহ না থাকিলে দিদির সাম্নে গাহিয়া অপু কতদিন দিদিকে জিজ্ঞাসা করিয়াছেই্যা দিদি, আমার গলা আছে? গান হবে ?--দিদি তাহাকে বরাবর আশ্বাস দিয়া LBDDDBBDLDD S S D DD KDDB DD DBELBE DDS BEB BBYDS BBBDiD KK যাত্রার দলের নামকরা মেন্ডেলওয়ালা গায়কের মুখে এ প্রশংসার কথা শুনিয়া আনন্দে অপু কি বলিয়া উত্তর করিবে ঠাওর করিতে পারিল না । বলিল-তোমার ঐ গানটা আমায় শেখাও না ? তাহার পর দুইজনে গলা মিশাইয়া সে *नों शांश्लि। অনেকক্ষণ হুইয়া গেল। নদী বহিয়া ছপ ছপা করিযী নৌকা চলিতেছে, নদীর পাড়ের নীচে জলের ধারে একজন কি খুজিয়া বেড়াইতেছে, অজয় বলিল-কি খুঁজচো ভাই ? আপু বলিলও ব্যাঙচি খুঁজচে, ছিপে মাছ ধৱবে।--তাহার পর বলিল-আচ্ছা ভাই তুমি আমাদের এখানে থাকো না কেন ?•••ষেও না কোথাও, থাকবে • • • এমন চোখ, এমন মিষ্টি গলার স্বয় ! তাহার উপর অপুর কাছে সে সেই রাজপুত্ৰ অজয় ! কোন বনে ফিরিতে ফিরিতে অসহায় ছন্নছাড়া রূপবান রাজার ছেলের সঙ্গে হঠাৎ দেখা হইয়া অভাব হইয়া গিয়াছো-চিারজন্মের বন্ধু! আর তাঁহাকে কি করিয়া ছাড়া যায়। অজয়ও অনেক মনের কথা ৰলিয়া ফেলিল। এমন লাখী তাহার। আর জুটে নাই। সে প্রায় চলিশ টাকা জমাইয়াছে। আর একটু বড় হইলে সে এ-দল ছাডিয়া দিবে। অধিকারী বড় মারে। সে আশুতোষ পালের দলে যাইবে—সেখানে বড় সুখ, য়োজ ঘাজে লুচি। না খাইলে তিন আনা পয়সা খোয়াকী দেয়। এ দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ী আদিৰে ও সে সময় কিছুদিন থাকিবে। বৈকালের কিছু আগে অজয় বলিল-চল ভাই, আজ আবায় এখুনি আসয় হবে, সকাল সকাল ফিরি। যদি “পরশুরামের দৰ্প সংহায়” হয়, তবে আমি নিয়তি সাজবো, cपtधों कनन अंकों शाम वांछ আয়ও তিন দিন ধাত্রা হইল। গ্রামসুদ্ধ লোকের মুখে যাত্রা ছাড়া আর কথা নাই।