পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 বিভূতি-রচনাবলী ইহা জীৱ আসায় পূর্বলক্ষণ। তবুও সে মনকে বোঝায়, হাই উঠুক, এমুনি তো কত হাইওঠে, জয় আর হবে না। ফ্ৰমে শীত করে, রৌদ্রে গিয়া বসিতেইচ্ছা হয়। সে রৌদ্রে না গিয়া মনকে প্ৰবোধ দেয় যে, শীত বোধ হওয়া একটা স্বাভাবিক শারীরিক বাপায়, জয় আসার সহিত ইহায় সম্পর্ক কি ? কিন্তু কোনো প্ৰবোধ খাটে না। রৌদ্র না পড়িতে পড়িতে জয় আসে, সে লুকাইয়া গিয়া রৌদ্রে বসে, পাছে মা টের পায়। তাহার মন হু-হ করে, ভাবে-জর জর ভেবে এরকম হচ্চে, সত্যি সত্যি জয় হয় নি রাঙা রোদ শেওলাধৱা ভাঙা পঁচিলের গায়ে গিয়া পড়ে। বৈকালের ছায়া ঘন হয় ৷ দুৰ্গার মনে হয় অঙ্কমনস্ক হইয়া থাকিলে জর চলিয়া যাইবে। অপুকে বলে, বোস দিকি একটু আমার কাছে, আমায় গল্প কৱি ৷ একদিন আর-বছর ঘন বর্ধার রাতে সে ও অপু মতলৰ আঁটিয়া শেষরান্ত্ৰে পিছনে সেজ ঠাকুরুণদেৱ বাগানে তাল কুড়াইতে গিয়াছিল, হঠাৎ দুর্গার পায়ে পট, করিয়া এক কাটা ফুটিয়া গেল ! ৰূক্ষ্মণায় পিছু হঠিয়া বা পা খান যেখানে রাখিল, সেখানে বঁা পায়েও পটু করিয়া আর একটা --- সকাল বেলা দেখা গেল, পাছে রাত্রে উহার কেহ তাল কুডইয়া লয়, এজন্য সত্যু তালতলার পথে সোজা করিয়া সারি সারি বেল-কঁটা পুতিয়া ব্ৰাখিয়াছে। আর একদিন বা আশ্চৰ্য্য ব্যাপার।-- কোথা হইতে সেদিন এক বুড়া বাঙালি মুসলমান একটা বড় রং-চং-করা কাচ-বসানো টিনের বাক্স লইয়া খেলা দেখাইতে আসে। ওপাড়ার জীবন চৌধুরীর উঠানে সে খেলা দেখাইতেছিল। দুৰ্গা পাশেই দাড়াইয়াছিল। তাহার পয়সা ছিল না। আর সকলে এক এক পয়সা দিয়া বাক্সের গায়ে একটা চোঙের মধ্যে চোখ দিয়া কি সব দেখিতেছিল ৷ বুড়ো মুসলমানটি বাক্স বাজাইয়া সুর করিয়া বলিতেছিল, তাজ বিবিকা রোজা দেখো, হাতী বাঘক লড়াই দেখো! এক একজনের দেখা শেষ হইলে যেমন সে চোঙ হইতে চোখ সরাইয়া লাইতেছিল অমনি দুৰ্গা তাহাকে মহা আগ্রহের সহিত জিজ্ঞাসা করিতেছিল, কি দেখলি রে ওৱ মধ্যে সব সত্যিকারের ? উঃ! সে কি অপূৰ্ব্ব ব্যাপার দেখিয়াছে তাহা তাহারা বলিতে পারে না। “কি সে 可{1 সকলের দেখা একে একে হুইয়া গেল। দুৰ্গ চলিয়া মাইতেছিল, বুড়া মুসলমানটি বলিল, দেখবে না খুকী ?--দুৰ্গা ঘাডু নাড়িয়া বলি, না-আমার কাছে পয়সা নেই। লোকটি বলিল, এসে এসে খুকী, দেখে যাও-পয়সা লাগবে না।-- দুর্গার একটু লজ্জা হইয়াছিল, মুখে বলিল, সাং-কিন্তু আগ্রহে কৌতুহলে তাহার বুকের মধ্যে টিপ, টিপ করিয়া উঠিল। * } লোকটি বলিল--এলো এসো, দোষ কি ?-“এলো, স্থাখেদুর্গ উজ্জ্বলমুখ পায়ে পায়ে বাজেয় কাছে আসিয়া দাড়াইল বটে, তবুও সাহস করিয়া