পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Also विष्ट्राँड-ब्रष्मांबौ অপু ত্যাহার ঝাঁকুড়া চুলগুলা মুঠায় চাপিয়া ধরিয়া বলিল-বড় দুই দিচ্ছিলি নে ? আমার সঙ্গে দুটে বুঝি, তুই পারবি খুকী -- গুলকীর প্রথমটা ভয় হইয়াছিল বুঝি বা তাহাকে মারিবে ! কিন্তু অপু চুলের মুঠ ছাডিয়া দিয়া হাসিয়া ফেলায়, সে বুঝিল এ একটা খেলা। সে আবার সেই রকম হাসিয়া ফেলিল । অপুত্র বড় দয়া হইল। তাহার মুখের হাসিতে এমন একটা আভাস ছিল যাহাতে অপুত্ব মনে হইল এ তাহার সঙ্গে ভাবি করিতে চায়-খেলা করিতে চায়, কিন্তু ছেলেমানুষ কথা কহিতে জানে না বলিয়া এইরকম উকিঝুকি মারিয়া-ফিকু কবিয হাসিয়া-দোঁডিয়া পলাইয়া —তাহার ইচ্ছা প্ৰকাশ করে। অন্ত উপায় ইহার জানা নাই। এ যেন ঠিক তাহার দিদি । এই বিষসে দিদি যেন এই রকমই ছিল--এই রকম আঁচলে কুল-বেল-বৈঁচি বাধিযা আপন মনে ঘুরিয়া বেড়াইত, কেহ বুঝিত না, কেহ দেখিত না, এই রকম পেটুক-এই রকম বুদ্ধিহীন ci - অপু ভাবিল-এর সঙ্গে কেউ খেলা করে না, একে নিয়ে একটু খেলি । আহা, মা-বাপ হার্য দুঃখী মেয়ে, আপন মনে বেড়ােব।--লে গুলকীর চুলের মুঠা ছাডিয়া দিয়া হাত ধরিযাছিল, বলিল-খেলা করবি খুকী ? চলঐ পুকুরের পাড়ে। না, এক কাজ করা খুকী, আমি তোকে BDD SiB D DBS EDD DBBB DBD S BiS মুঠ ছাডিয়া দিতেই গুল্মকী আর না দাড়াইয়া আবার নীচু হইয়া দৌড় দিল। অপু চেচাইয়া বলিল-আচ্ছা ঘ, ঘা দেখি কদু ধাবি-ঠিক তোকে ধন্বযো দেখিল। আচ্ছ, ঐ গেলি তো এই ভ্যাখ-বলিয়া নিশ্বাস বন্ধ করিযী। সে এক দৌড় দিলি-চু-উ-উ-উ-উ । গুল্মকী পিছন দিকে চাহিযা অপুকে দোঁড়িতে দেখিযা প্ৰাণপণে যতটুকু তাহার ক্ষুদ্র শক্তিতে কুলাষ দৌড়িবার চেষ্টা করিল--কিন্তু অপু একটুখানি ছুটিয়া গিয়াই তাহাকে ধরিয়া ফেলিল। ভারী দুটিতে শিখিচিস খুকী, না ? তা-কি তুই আমার সঙ্গে পারিস ? চািল চোর-চৌকীদার খেলা কৱবি-তুই হবি চোৱা—এই কঁাটাল পাতা চুরি করে পালাবি বুঝলি ?--আর আমি হবে। চৌকীদার, তোকে ধরবো। গুলকীর মুখে হাসি আর ধরিতেছিল না-হয়তো সে এতক্ষণ মনে মনে চাহিতেছিল। এই সুন্দর ছেলেটির সঙ্গে ভাবি করিতে। মাথা নাস্ক্রিয়া আশ্বাস দিবার স্বরে বলিল-কঁঠাইবিচি নেবে ? অপু মনে ভাবিল চাষার গ্রামে থাকিয়া ও এই সব কথা শিখিয়াছে।--তাঁহাদের গ্রামে যেমন গোয়ালা কি সাদগোপের ছেলেমেয়ের কথা বলে তেমনি । দুপুরবেলা তাহার পিলিমা ফ্লাকিলে পিছনে পিছনে গুলকা আসিল । অপুত্র খাওয়া হইয়া গেলে তাহার পিসি জিজ্ঞাসা করিল-ভাত খাবি গুলকী ? অপুর পাতে বোসমোচার ঘণ্ট আছে-ভাল দিচ্ছি, অপু ভাবিল – আহা, ও খাবে জানলে দুখানা মাছ ওর জন্তে রেখে দিতাম। গুলকী দ্বিরুক্তি না করিয়া নিয়োজভাবে থাইতে বসিলা অনেকগুলি ভাত চাহিয়া লইয়া ডাল দিয়া সেগুলি মাখিল, পরে অনেকক্ষণ বসিয়া বসিয়া অত ভাত না থাইতে পারিয়া পাতের পাশে রাণীকৃত ঠেলিয়া রাখিল । তবুও উঠিবায় নাম কয়ে না। অপুত্র