পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের পাঁচালী হয়ে যায়। দেখি এবার তো ইচ্ছে আছে একবার চন্দ্রনাথটা সেরে আসবে, যদি ভগবান দিন 〔啊一 রাণী কথাটা শুনিয়া অপুদের বাড়ী আসিল । অপুকে বলিল-ই্যায়ে অপু, তোরা নাকি এ গা ছেড়ে চলে যাবি ? সত্যি ? अ१ वणि—गअि बा,ि क्रिख्छन् कहा भाएकতবুও রাণী বিশ্বাস করে না। শেষে সৰ্ব্বজয়ার মুখে সব শুনিয়া রাণী অবাক হইয়া গেল। অপুকে বাহিরের উঠানে ভাকিযা বলিল, কবে যাবি রে ? --সামনের বুধবারের পন্ধের বুধবারে-আসবি নে আর কখনো ? রাণীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল, বলিল-তুই যে বলিস্ নিশ্চিন্দিপুৱা আমাদের বড় ভাল গাঁ, এমন নদী, এমন মাঠ কোথাও নেই-সে। গা ছেড়ে তুই যাবি কি কয়ে ? অপু বলিল-আমি কি করবো, আমি তো আর বলিনি যাবার কথা ? বাবার সেখানে বাস কয়বার মন, এখানে আমাদের চলে না যে ? আমার লেখা খাতাটা তোমাকে দিয়ে যাবো রাখুদি, বড় জোলে হয়তো আবার দেখা হবে।-- স্বাণী বলিল-আমার খাতাতে গল্পটাও তো শেষ কয়ে দিলি নে, খাতায় নাম সিইও কোরে দিলি নে, তুই বেশ ছেলে তো অপু ? চোখের জল চাপিয রাণী দ্রুতপদে বাটীর বাহির হইয়া গেল। অপু বুঝিতে পারে না ৱাণুদি মিছামিছি কেন য়াগ করে । সে কি নিজের ইচ্ছাতে দেশ ছাডিয়া যাইতেছে ? স্বানের ঘাটে পটুর সঙ্গে অপুর কত কথা হইল। পটুও কথাটা জানিত না, অপুর মুখে সব KD DD DBDBD D EKKSS LK B0YSLDDBK YLDLD DD BB DD Yz কষ্টে শেওলা সরিয়ে ফুটু কাটুলাম, একদিনও মাছ ধরবি নে তাতে ? এবার রামনবমীর দোল, চড়কপূজা ও গোষ্ঠবিহার অল্পদিনের পরে পরে পড়িল। প্ৰতি বৎসর এই সময, অপূৰ্ব, অসংঘত আনন্দে অপুত্ৰ বুক ভরিয়া তোলে। সে ও তাহার দিদি এ সময় আহার নিদ্রা পবিত্যাগ করিত। অপুর দিক হইতে অবশ্য এবারও তাহার কোনো ফ্রটি छँछ न ! চড়কের দিন গ্রামের আতুৰী বুড়ী মাবা গেল। নতুন যে মাঠটািতে আজকাল চড়কের মেলা বসে, তাহারই কাছে আতুৰী বুড়ীর সেই দো-চাল ঘরখানা। অনেক লোক জড় হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল। সেই ষে একবার আতুৰী ডাইনীর ভয়ে বঁাশবন ভাঙিয়া দৌড় দিয়াছিল।--তখন সে ছোট ছিল,-“এখন তাহোৱা সে কথা মনে হইলে হাসি পায়। আজ তাহার মনে হইল আতুৰী বুড়ী ডাইনী নয়, কিছু নয়। গ্রামের একধাৱে লোকালয়ের বাহিয়ে এক থাকিস্ত-গরীব, অসহায়, ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেহ দেখিবার ছিল না, থাকিলে কি অ্যাজ সারাদিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া থাকিত ? সৎকারের লোক