পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ole বিভূতি-রচনাবলী শ্ৰীশম্বরে বলে-খোকা কৈ! খোকা কৈ • সর্বজয়া বলে-আসচে, তাই কি হতচ্ছাড়া ছেলে একটু কাছে বস্বে•••বেরিয়োচে বুঝি সেই ঘাটে। ছেলে বাড়ী এলে বলে-বসতে পারিসনে একটু কাছে!“খোকা খোকা ক’রে পাগল-খোকায় তো ভেবে ঘুম নেই-যা বসগে, যা ; গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিতে নেই বুঝি ? ছেলে হয়ে স্বগগে ঘণ্টা দেবেন। কি না ? অপু অপ্ৰতিভা মুখে বাবার শিয়রোয় পাশে বসে। কিন্তু খানিক বসিয়াই মনে ভাবেওঃ ! কতক্ষণ ব’সে থাকবে।--বেশ তো ? আমার বুঝি একটু বেড়াতে কি খেলা করতে নেই। কনকনে ঠাণ্ডায় পা অবশ হইয়া আসে। তাহার মন ছট্‌ফট করে-একদৌড়ে একেবারে সেই দশাশ্বমেধ ঘাট, জলের রাণা, নিৰ্ম্মল মুক্ত হাওয়া, স্ববেশ নয়নবীর ভিড়। পটু, ---মুখীর-গুলু-পটল-পাটুকু দাদা। রামনগরের রাজার সেই ময়ুরপঙ্কীটায় আজ আবার বাচ, বেলা চারটার সময়! উস্থুল করিতে করিতে চক্ষুলাজায় সন্ধ্যা করিয়া ফেলে, মায়ের ভয়ে ধাইতে সাহস পায় না । সকালে সৰ্ব্বজয়া একদিন ছেলেকে বলিল-ইথারে, ওই সাদা বাড়ীটার পাশে কোন ছত্তর अनेिन् --གང་ཅི--তুই ছত্তরে খাসনি একদিনও এখানে এসে ? কাণীতে এলে ছত্তরে খেতে হয়। কিন্তু, জানিসনে বুঝি। খেয়ে আসিস না। আজ --দেখেই আসিস না ? A SSiD LLTYSL LLLDLD DDD D0 --খেলে পুণ্য হয়-আজ দশাশ্বমেধু ঘাটে নেয়ে আমনি ছত্তর থেকে খেয়ে আসিল্সবুলি! বেলা বারোটার সময় সত্ৰ হইতে খাইয়া অপু বাড়ী ফিৱিল। তাহাব মা রান্নাঘরের বারান্দায় বসিয়া বাটিতে কি লাইঘা খাইতেছিল--তাংকে দেখিযা প্রথমটা লুকাইবার চেষ্টা করিল বােট কিন্তু অপু অত্যন্ত কাছে আসিয়া পডিয়াছে-লুকাইতে গেলে সন্দেহ জাগানো হয় ভাবিয়া সহজ স্বরে বলিবার চেষ্টা করিল-খেয়ে এলি ? কেমন খাওয়ালে রে ? মা অড়হরের ভাল-ভিজা খাইতেছে। AqTTeB BYuBB BDB B BDgYiLuSB DBB BBBYiiD BB BESyB লোক সব খেতে যায়-আমি শুমায় ধাচ্ছি নে, পুণ্যতে আমার দরকার নেই-ওকি খাচ্চ মা ? তোমায় বেৰ্ত্তো নাকি ? স্নান্না হয় নি ? -আজি তো আমার কলুইচণ্ডী-এই দুটা অদ্ভুলের ডাল ভিজে-বেশ খেতে লাগে-আমি বড় ভালবাসি••• খাবি দুটো ওবেলা ? দ্বান্ত্ৰিতেও রাজা হইল না। তাহার মা বলিল-আঙুলের তাল ভিজে খেয়ে অ্যাখি দিকি ? বেশ লাগবে এখন-এবেলা রাখলাম না, ভায়ী তো খাস, এতে কটা ভাতে বসিল বই তো নয়-ওই খেয়ে কি আর খেতে পাবুৰি ?