পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

C S8. BEBLB D uLSDDDBDB LLB BBDB DL LLDS DLLu uDD অলিছিল - বে ধৰ্ম্মা হেতুপ পড়বা তেলং হেতু তখাগতো আহ তেলঙ্ক যে নিরোধে এবংবাদী মহাসমানো • • যেতে যেতে সে দেখলে উদ্যানের এক প্রাস্তুে একটা বড় আমগাছের ছায়ার চিত্রকর ভিক্ষু বহুব্রত হরিশচৰ্ম্মেৱ আসনে বসে বোধ হয় কি আঁকছেন, কিন্তু তার মুখে অতৃপ্তি ও অসাফল্যের ५1 फ्रिह *ांक । প্ৰস্থায় বা ভেবেছিল তাই ঘটিল। মন্দিরে গিয়ে সে দেখলে-সেখানে কেউ নেই, গুণাঢ্য তো নেইই, সেই আজীবক সন্ন্যাসী পৰ্যন্ত নেই। দু'একটা ঘবাগৃপানের ঘাট, আগুন জালবার জন্তে সংগৃহীত কিছু শুকুনো কাঠ মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়ানো পড়ে আছে। সেইদিন গভীর রাত্রে প্রত্যুম্ন কাউকে কিছু না ব’লে চুপি চুপি বিহার পরিত্যাগ করলে। তায় পায় এক বৎসর কেটে গিয়েছে। বিহার পরিত্যাগ করবার পর। প্ৰদ্যুম্ন একবার কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল, সে বিশেষ কোন কাজে বিদেশে যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই এক বৎসর সে কাঞ্চী, উত্তর কোশল ও মগধের সমস্ত স্থান খুজেছে, কোথাও গুণাঢ্যের সন্ধান পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতকগুলি কৌতুহুলজনক কথা তার কানে গিয়েছে। মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশমত ভগবান তথ্যাগতের যুক্তি তৈরী করতে আদিষ্ট হয়েছিলেন। এক বৎসর পরিশ্রম ক’রে তিনি যে স্মৃত্তি গড়ে তুলেছেন, তার মুখশ্ৰী এমন রূঢ় ও ভাববিহীন হয়েছে যে তা বুদ্ধের যুক্তি কি মগধের দুর্দান্ত দত্ম্যু দমনকের যুক্তি, তা সেদেশের লোক ঠিক বুঝতে পারছে না। তক্ষশীলায় বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচাৰ্য্য মীমাংসা দর্শনের ডান্য প্ৰণয়ন কয়তে নিযুক্ত ছিলেন, হঠাৎ তার নাকি এমন দুর্দশা ঘটেছে যে তিনি আর সূত্রের অর্থ করে উঠতে মা পেরে আবার বৈদিক ব্যাকরণের সুবন্তু প্রকরণ থেকে পড়তে আরম্ভ করেছেন! মহাকোটুঠি বিহারের চিত্রবিজ্ঞা-শিক্ষক ভিক্ষু যত্নত্ৰত “বুদ্ধ ও সুজাত” নামক তায় চিত্ৰখানা বৎসরাবধি চেষ্টা করেও মনের মত ক'রে একে উঠতে না পেরে বিরক্ত হয়ে ওদিকে একবার ছেড়ে দিয়ে সম্প্রতি মাকি শাকুনশাস্ত্রের চচ্চায় অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। একদিন প্ৰস্থায় সন্ধান পেলে উরুবিশ্ব গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গোচিকিৎসক এসে বাস করছেন। তার চেহারায় বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল হ’ল । তখনি সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করলে, কিন্তু গো-চিকিৎসকের সন্ধান কেউ দিতে পায়ালে মা ।