পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RC a বিভূতি-রচনাবলী সেদিন ঘুরতে ঘুরতে অবসয় অবস্থায় উন্নবিত্ব গ্রামের প্রান্তেয় একটা বড় বটগাছের LLLBD BBLBBS KYL LLLLLL BBBS SLDDD DDB rLLL KLLLLBDBLLTS পাশে মাঠে পাকা শস্যের শীর্ষগুলো সোমার মত ঠিকৃষিক কয়ছে, একটু ঘুরে একটা ভোবার মত জলাশয়ে বিস্তুর কুমুদ ফুল ফুটে আছে, অনেক বন্ধহংস তায় জলে খেলা করছে। সামনে একটু দূরে একটা ছোট পাহাড়। পাহাড়ের গায়ে একটা ঝরণা। পাহাড়ের নীচে এক জায়গায় ঝরণার জল খানিকটা আটকে গিয়ে শুই ভোবার মত জলাশয়ট তৈরী করেছে। প্ৰত্যুয়োয় হঠাৎ চোখ পড়ল, পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘটকক্ষে এক স্ত্রীলোক নেমে আসছেন । দেখে তার মনে কেমন সন্দেহ হওয়াতে সে এগিয়ে গেল। ডোবার একদিকের উচু পাড়ে গিয়ে দেখেই তায় মাথাটা যেন ঘুরে উঠল—এই তো ! এই তো তিনি! ভদ্রাবতীর তীরে শালবনে ইনিই তো পখ হারিয়ে ঘুরছিলেন, মাঠের মধ্যে জ্যোৎস্নায়াতে একেই তো সে দেখেছিল—তবে তার অঙ্গের সে জ্যোতির এক কণাও অমাব নেই, পরনে অতি মলিন এক বজ। কিন্তু সেই চোখ, সেই সুন্দর গঠন। দাক্তিয়ে দাঁড়িয়ে যেথে তার আর কোন সন্দেহ রইল না যে, এই তিনি। তার মনের মধ্যে গোলমাল বেধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোজ ক’রে বেড়াচ্ছিল বটে, কিন্তু দেখা পেলে কি করবে তা সে ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান g রোজ রোজ সন্ধ্যায় প্ৰস্থায় এসে বটগাছটার তলায় বসে। রোজ সন্ধ্যায়,আগে দেবী পাহাড়ের গায়ের পথ বেয়ে নেমে আসেন, আবার সন্ধ্যার সময় ঘটকক্ষে ধাপে ধাপে উঠে চ’লে - suf এই রকম কিছু দিন কেটে গেল। একদিন প্ৰদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে, সেই সময় দেবী জলাশয়ে নামলেন । সেও কি ভেবে ডোবার। এদিকের পাড়ের দিকে দাঁড়াল-দেখলে দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহে বড় ব্যস্ত। একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে ফুটেছিল, তিনি সেটা সংগ্রহের জন্য খানিকটা বৃথা চেষ্টা করবার পর চোখ তুলে অপর পারে প্রস্থায়কে দেখতে পেয়ে হঠাৎ একটু অপ্রতিভের হাসি হাসলেন-তারপর হাসিমুখে তার দিকে চেয়ে বললেন-ফুলটা আমায় তুলে দেবে ? --দিই। যদি আপনি এক কাজ করেন। --কি বলে ? -আমায় কিছু খেতে দেবেন ? আমি সমস্ত মিন কিছু খাইনি। দেবীর মুখে ব্যথায় চিহ্ন দেখা দিল। বললেন- আহা ! তা এতক্ষণ বলনি কেন ?-- শ্ৰেণায়ে এস, থাকুগে ফুল। eJ VINÇw caçar 6 7R V’ estik ca দেবী বললেন, তুমি মাঠের মাঝের ওই বড় গচটায় তলায় য়োজ বসে থাক, না ?