পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rele বিভূতি-রচনাবলী —“দেখি একবার । টুনি মেয়েটিকে ডেকে কি বললে, তাকে জানলায় কাছে নিয়ে এসে তায় ঘোমটা খুলে BB SDB BE SLBY KSS SBDB LLLB LLDB DDLLB B i TBB ওপারের বাড়ীয় ঘরগুলোকে প্ৰায় অপটিকটৰ্চার ভার্করুম ক'ৱে তুলেছিল, দিনমানেও তার মধ্যে আলো যায় না। ভাল দেখতে না পেয়ে বললুম-ইনা য়ে, কিছুই তো দেখতে পেলুম। টুনি হেসে উঠল, বললে-আপনি ওখান থেকে যে দেখতে পাবেন না, তা আমি জানি। তার ওপর তো আবার চশমা নিয়েছেন।--তার পর কি ভেবে টুনি একটু গম্ভীর হ’ল, বললেআপনি এসে পৰ্য্যন্তু তো এ বাষ্ঠী একবারও আসেননি, দাদা। আজ দুপুরবেলা একবার আসবেন ? দুপুরবেলায় ওদের বাষ্ঠী গেলুম। বাড়ী ঢুকতেই মনে হ’ল, চার পাঁচ বছর আগে ভাইফোটা নিতে শৈলীর নিমন্ত্রণে এ বাড়ী এসেছিলুম, তারপর আর এ বাড়ী আসিনি। দালান পার হয়ে ধরে যেতে বাড়ীর মেয়েরা সব আমায় ঘিরে দাড়ালেন। তঁদের সঙ্গে কথাবাৰ্ত্তা শেষ হয়ে গেলে টুনি বললো-দাদা, বৌ দেখবেন আনুন। ঘরের মধ্যে গেলুম! টুনি নতুন বৌয়ের ঘোমটা খুলে দিয়ে বললে-ওঁর সামনে ঘোমটা দিতে হবে না, বৌদি। উনি তোমার rt মেয়েটি অসাধ-ঘোমটা অবস্থায় গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্ৰণাম কয়লে। দিব্যি মেয়েটি তো ! রং খুব গৌরবর্ণ, ভারি স্বন্দর মুখখানির গড়ন। একরাশ কেঁকড়া কোকড়া ঠাল-বুনানি কালে চুল মাথা ভক্তি। বেশ মোটাসোটা গড়ন। বয়স বোধ হয় চৌদ্ধ পনেরো হবে। টুনির মা বললেন-মেয়েটির বাপ পশ্চিমে চাকরি করেন, সেখানেই বরাবর থাকেন। ওই এক মেয়ে, অঙ্গ ছেলেপিলে কিছু নেই। তঁদের সঙ্গে কি জানাগুনো DDBS rD LDB BBDDD DBL BD DYYS মেয়েটি প্ৰণাম ক’রে উঠে দাড়ালে আমি তার হাত ধ’রে তাকে কাছে নিয়ে এলুম। ধা হাতে তার ঘোমটা আর একটু খুলে দিয়ে বললুম-আমার কাছে লঙ্গা কোরো না খুকী, আমি ষে তোমার দাদা । তোমায় নামটি কি ? তার চোখের অসঙ্কোচ দৃষ্টি দেখে বুঝলুম, মেয়েটি সেই মুহুর্তেই আমার বোন হয়ে পড়েছে। সে খুব মৃদুস্বরে উত্তর দিল-উমারাণী । আমি বললুম-আচ্ছা, আমরা আর কতক্ষণ দাড়িয়ে থাকিব ? এসে উমারাণী। এই cोकिौंध बन cउभाब्र नीच कई कथा कई। আমি চৌকিতে তাকে কাছে নিয়ে বসালুম, খানিকক্ষণ তার সঙ্গে একথা সেকথা নানা কথা কইলুম। জিজ্ঞাসা করলুম-বাড়ী ছেড়ে এসে বন্ধু মন কেমন করছে না ?