পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NY- S. এলেমেলো চুলে ঘেরা মুখখানির দিকে তাকিয়ে স্নেহে আমার মন গ’লে গেল। রুমাল বেয় ক’রে তার চোখের জল মুছিয়ে দিলুম। কত স্নাত তার এই রকম চোখের জলে কেটেছে, তার খোজ তো কেউ রাখেনি, তার সাক্ষী অাছে কেবল আকাশের ঐ গ্ৰহন অন্ধকার থমার চারিপাশের গাছপালার মধ্যেকার ঐ বিঝিপোকার রব। ••• উমায়ণী জিজাসা করলে--দাদা, আপনি কোথায় থাকেন ? আমি বললুম-আগে নানা জায়গায় ঘুরছিলুম, এখন ঠিক করেছি। কলকাতাতেই থাকিব। সে বললে--"আপনি বিয়ে করেছেন। দাদা ? BDDYY DBD BDB BLBuLDDD DiSS BB BDDD DBBDD DBBD S ছোট মেয়েটির মতন ঠোঁট দুটি অভিমানে ফুলে উঠল,--বললে-তাই বৈকি ? আপনি বুঝি ভেবেছেন চিরকাল এই রকম ভেসে ভেসে বেড়াবেন ? তা হবে না। দাদা, এই বছরেই আপনার বিয়ে দেব। আমার হাসি পেল, বললুম-দিবি তুই! সে বললে-দেবই তো, এই আষাঢ় মাসের মধ্যেই দেব। DDB DBDDYi BDB DBSS DiD BDBDB BDBD DBDSDBuB BDS DB uDuB রাখব কোথায় ? সে বললে-কেন দাদা, রাখবার জায়গার বুঝি ভাবনা ? আমি বউকে এখানে রাখব। দু’জনে মিলে বেশ ঘর-সংসার ক’রব। আমি একটু গম্ভীর ভাবে বললুম-ত হ’লে পাঞ্জিখানা আবার যে ফেলে এলুম। রাণী, সামনের মাসে দিনটিন যদি থাকে, • • B DDBBYYY Y LLOD DB D0LLDD LES BDBB SLD BDSSYCLS করুন, কাল সকালে দেখলেই হবে। আশ্বন্ত হলুম। কি বলতে যাচ্ছিলুম, উমারাণী ব’লে উপ-আপনাকে খাওয়ানোর বন্দোবস্তু করিগে, কাল থেকে পেটে ভাত স্বায়নি, আপনার মুখ একেবারে শুকিয়ে গিয়েছে 砷鸭1 তার পরদিন ভোরে উঠে দেখি উমরাণী সেই ভোরে নাইতে যাবার উদ্যোগ করছে। শীত সেদিন সকালে একটু বেশী পড়েছে। উমারাশীর শরীরের দিকে চেয়ে দেখি, তার শরীরে আর কিছু নেই। রাত্রে ভাল টেয় পায়নি, আট বছর আগেকার সেই স্বাস্থ্যখ্রিীসম্পন্ন মেয়েটির সঙ্গে বৰ্ত্তমানের এই নিতান্ত রোগা মেয়েটির তুলনা ক’রে আমার বুকের মধ্যে কেমন ক’রে উঠল। তাকে জিজ্ঞাস করলুম-এত সকালে নাইতে যাবার কি দরকার রে রাণী ? সে বললে- একটু সকাল সকাল না নেয়ে এলে কখন রাজা চড়াবা দাদা ? কাল রান্ত্রে তো আপনার খাওয়াই হয়নি এক রকম। আমি বললুম-ত হোক। আমাকে যে আটটার মধ্যেই খেতে হবে তার কোন মানে নেই। ঋত্ৰিত সকালে নাইতে যেতে হবে না তোর।