পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘ-মার SS বিজ্ঞাসা করিলেন, গোপীনাথের ভোগের কি ব্যবস্থা আছে ? পূজারী বলিল, গোপীনাথের ভোগের জয় অমৃতকেলি নামক ক্ষীয় দ্বাদশ মৃৎপাত্র ভরিয়া সন্ধার পর দেওয়া হয়, অমৃতসমান তাহায় আশ্বাদ-গোপীনাথের ক্ষীয় বলিয়া তাহ প্ৰসিদ্ধ-অন্য কোথাও তাহা পাওয়া যায় মা। কথা বলিতে বলিতে ভোগের শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল। পুরী মনে মনে ভাবিলেন, iiTLLB Di uB KK KLDB DD DS CDD DDDB DDBDDu BB DBD BDD BBB তোগ বৃন্দাবনের মাঠে শ্ৰীগোপাল বিগ্রহের জন্য ব্যবস্থা করি। ভাবিতেই পুরীর মনে লজ uDuDSTB BDB iDD DD BDED DDDB DBDB DDBu LLLB DDu DBB DBDBDB चषांख्-िदृष्ड् िश्रौ विद्रख्-ऐांन অযাচিত পাইলে খান নহে উপবাস। রাত্রে গোপীনাথের পূজারী স্বপ্ন পান-গোপীনাথ স্বয়ং তাহাকে বলিতেছেন, দেখ, এই গ্রামের হাটে এক সন্ন্যাসী বসিয়া আছে, তার নাম মাধবপুরী ; উদাহার জন্য একখণ্ড ভোগের D LD DDBB DDStg DtS DBDB BL LkBLB LBSLLB KLDD D S সে সারাদিন কিছু খায় নাই, শীঘ্ৰ মন্দিরের দ্বার খুলিয়া লইয়া গিয়া তাহাকে দিয়া এসো। • পুজারী তখনই আসিয়া দ্বার খুলিয়া দেখিল, সত্যই বিগ্রহের ধাড়ায় অঞ্চলে এক পত্র ক্ষীর চাপা আছে বটে। কে এমন মহা ভাগ্যবান পুরুষ, যাহার জন্য স্বয়ং ঠাকুর ক্ষীর চুরি করিয়াছেন?--ফকীর-পাত্ৰ লইয়া পূজারী গ্রামের হাটে আসিয়া তাঁহাকে খোজ করিয়া বাহির করিলেন। মাধবপুরী এক অন্ধকার হাটচালাতে বসিয়া বসিয়া নাম জপ করিতেছিলেন। পূজাবী তাহাব হাতে ক্ষীর-পাত্ৰ তুলিয়া দিয়া পায়ের ধূলা লইয়া বলিল, ত্ৰিভুবনে তোমার DBBD DBDBDBB BB DDS LLLD BGS DuD DDD DDD S LLBuuBD BLT DDD গোপীনাথ ক্ষীয় চুরি করিয়াছেন। বালক এক মনে শান্তভাবে শোনে । বার বার সে তাহাকে প্রশ্ন করে-বাবা, কৃষ্ণ কোথায় থাকেন ? বৃন্দাবনে ? প্ৰতিদিন এক প্রশ্নে বিরক্ত হইয়া কৰ্ণপুর বলেন-ই। ই থাকেন। ইহার পর হুইতেই সে সুর ধরে-বৃন্দাবন কোথায় বাবা, আমি বৃন্দাবনে যাবে! কর্ণপুর ভাবিলেন, ইহার কিছুই হইতেছে না দেখিতেছি-আমার পরিশ্রম সবই পাণ্ড হইতেছে, এ কিছুই বোঝে না, শুধু বাজে দুটামির দিকে ঝোঁক । বায় বার তাগাদায় বালক কর্ণপুরকে বিরক্ত করিয়া তুলিলা r কিছু দিন পরে দূর গ্রামে তাহার এক ধাক্স-ক্ষেত্রের। কাৰ্য্য ধরাইবার জঙ্ক কর্ণপুরের সেখানে যাওয়ার প্রয়োজন হইল। পূৰ্ব্ব হইতেই ঠিক করিয়াছিলেন, বালক ষেৰূপ দুষ্ট হইয়া উঠিয়াছে, তাহাকে সঙ্গে লইয়া গিয়া চোখে চোখে রাখাই ভাল, এক কাজে দুই কাজ হইবে। কর্ণপুস্তু বলিলেন-চল নীলু, चांद्र बुवांबद्दन श्रे । উৎসাহে বালকের রাত্রে নিদ্রাবন্ধের উপক্রম হুইল। প্রতি রাত্রে সে জিজ্ঞাসা করে,