পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ciri- & সম্মিলিত পদশৰ হইতেছে, যেন অদৃশ্য একদল গরু কে তাড়াইয়া লইয়া যাইতেছে এবং সঙ্গে BD GD BBD BB uDD DBB BiB Kt BD EEDB DBB BDDDDSSDDD DDD বটে, কিন্তু বেশ স্পষ্ট ! • অপূৰ্ব মধুর তান। জীবনে সেরূপ। কখনো তিনি শোনেন নাই। কর্ণপুরের সর্ব শরীয় শিহরিয়া রোমাঞ্চিত হইয়া উঠিল। বঁশির সুর একটানা বাজিতে বাজিতে দূর হইতে দূরে চলিয়া যাইতে লাগিল। ক্ৰমে দুয়ে আরও দূরে গিয়া আমূশি ফুলের বনের প্রাস্তুে মিলাইয়া গেল। বালক বলিল- দেখলে বাবা ? আমি বুঝি মিথ্যে কথা বলি ? কর্ণপুর চিত্ৰাপিতের চূড়ায় দাড়াইয়া রহিলেন। অভিশপ্ত আমাব জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছব তিনেক আগেকার কথা । আমাকে বরিশালের ওধাবে যেতে হয়েছিল একটা কাজে । শু অঞ্চলের একটা গঞ্জ থেকে বোলা প্ৰায় বারোটার সময় নৌকোয় উঠলুম। আমার সঙ্গে এক নৌকোয় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে-গুঞ্জবে সময় কাটতে লাগল। সময়টা পূজোর পরেই। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টপটপ, কয়ে বৃষ্টিও পড়তে শুরু হ’ল। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকা এটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্ৰকাশ হ’ল। • সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লুম-শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালির উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া, চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগল। অপরিসর খালের দুধারে বৃষ্টিক্সাত কেয়ার জঙ্গলে মেঘে আধোঢাকা চতুর্দশীয় জ্যোৎ মা চিকমিক্‌ করছিল। মাকে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ। শট, বেত, ফার্নগাছের বন জায়গায় জায়গায় খালের জলে যুকে পড়েছে -- বাইরে একটু ঠাণ্ড থাকলেও আমি ছইএর বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিসুম বরিশালের সে অংশটা সুন্দরব৭ে১, কাছাকাছি, ছোট ছোট খাল ও নদী চারিধারে, সমূদ্র খুব দূরে ময়, দশ-পনেরো মাইল দক্ষিণ-পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হ’ল। খালের দু’পাড়ের নির্জন জঙ্গল অক্ষুদ্ট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগল। এ অংশে লোকের বসতি একেবারে নেই; শুধু ঘন বন আর জলের ধারে 弯可罗C寸阿1臀重H