পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

KOS बिशूख्रि-ब्रष्नांवांगी মেয়েটার ষষ্টীয় মাঠে যাবায় আয় তো দেৱী নেই, ওর শরীয়ে আর আছে কি ? •••তার ওপর রোগা মেয়েটাকে ওই রকম ক’রে মারি ?--ছি ছি, একটা পেটে ধ’রেই এত ব্যাজার, তবুও যদি আর দু’একটা হত। এস উমা, আমার দাওয়ায় এসে তো মাণিক। এসো এদিকে। তাহার মা পাণ্টা জবাব দিয়া বলে। --বেশ করছি, আমি আমার মেয়েকে বলব তাতে পরের গা জলে কেন ? যা সনে ওখানে, যেতে হবে না। শৌখিীন কথা সকলে বলতে পারে। MAiBB BBB BB KLL LLDSrBz DE KYY LS DLDY LLLLLLLCL GBYY LLL LLL স্নাত জগতেও আমি, ডাক্তার ডাকতেও আমি, ওষুধ খাওয়াতেও আমি-মুখের ভালবাসা wqa সবাই R.- DD DBDDB BB BBD BDBD BD DD g BBBBBBBLS DD BDDgSDi DBBDDD DBD BDB মানুষ। সাতে পাচে থাকিতে ভালবাসে না, খুকীর ওপর একটা স্নেহও আছে, সে কিছু না বলিয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়া যায়। পূজার সময় খুকীর মামা আবার আপিল। তাহারও বয়স এই কুড়ি-একুশের বেশী নয়, এই দিদিটি ছাড়া সংসায়ে তাহার। আর কেহ নাই। এতদিন কলিকাতায় চাকুরির চেষ্টায় ছিল, পূজার কিছুদিন মাত্র পূর্বে কোন ছাপাখানায় মাসিক আঠারো টাকা বেতনে जिनादेश्रद्ध निग्रामदिने कब्रिड कियांछि। অনেক খাবার দাবার, খুকীয় জন্যে ভাল ভাল দু’তিনটা রঙিন জামা, ছোট ডুরে শাড়ী ও জাপানী রবারের জুতা আনিয়াছে। তােহাৱা দিদি বকে-এসব বাপু কেন জািনতে যাওয়া, সবে তো চাকরি হয়েছে, নিজের এখনু কত খরচ রয়েছে, দু’। পয়সা হাতে জমাণ্ড, ভাল খাওদাও-শরীয় তো এবার দেখছি বডই খারাপ-অসুখ-বিসুখ হয় নাকি ? ছেলেটি হাসিয়া বলে-না দিদি, অসুখ-বিসুখ তো নয়, বড় খাটুনি, সকাল ন’টা থেকে সারাদিন, বিকেল ছটা অবধি – এক একদিন আবার রাত আটটাও বাজে- এক-একদিন আবার রবিবারেও বেরুতে হয়, তবে তাতে ওভার-টাইম পাওয়া যায় বারো আন ক’রে- এবার গুড় উঠলে এক কলসী গুড় নিয়ে যাবই এখান থেকে, ভিজে ছোলা আর গুড় সকালে উঠে বেশ জলখাবার হবে • তারপর সে চীনামাটির খেলনা বাহিয়া করিয়া খুকীকে ডাকে-ও উমা, দেখে ঘা কেমন বঁটাচের ঘোড়া সেপাই, এদিকে অয়ণ • • খুকী নাচিতে মাটিতে দুটিয়ী আসিল, মামা আসাতে খুকীয় খুৰ আহলাদ ইয়াছে, এসব ধরনের খাবার মামা না আসিলে তো পাওয়া যায় না !e• পূজার কয়দিন খুকী মামার কাছেই সর্বদা থাকিল। সকাল হইতে না হইতে খুকী চোখ মুছিয়া আসিয়া মামার কাছে বসে, মাঝে মাঝে বলে, এবার কলকাতায় নিয়ে যাবে না মামা ? পূজা ফুরাইয়া গেলে খুকীয় যাম দিদির কাছে প্ৰস্তাবটা উঠায়, দিদি সহোদয় বোন নয়, বৈমান্ত্রোয়, তবুও তাঁহাকে বেশ ভালবালে, যত্ন করে। সেও ফুটি-ছাঁটা পাইলে এখানে আসে।