পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Re-Rs vÓNS মেকু! যাও, সামনের দরজাটা খুলে ঢাক ক’রে রেখে এলে কেনে ?-**নেকু, জানে না। যেন কিন্তু! সে খুকীকে চৌকির উপর বসাইয়া তাহার গায়ে হাত বুলাইয়া অনেক আদরের কথা বলিল, তাহাকে একটা রসগোল্লা খাইতে দিল। পরে খুকীর হাতের সোনার বালা দু’গাছা ঘুরাইয়া ঘুরাইয়া বলিল-এখন তুলে রেখে দি খুকী ?--বেশী নপিক্ষ মেয়ে-দেখিখুকী ভয়ে অয়ে বলিল-বালা খুলো না।---আমার মামাকে ডেকে দাও-•• DD LDLYBD D BDBB DBD DBDB DB DuiuE S DBD DDBBS GBBB D কঁাদিয়া উঠিয়া বলিল-আমার বালা নিও না, মামাকে বলে দেব-আমার বালা খুলে না। • মতি-বিয়ের ইঙ্গিতে নবাগত স্ত্রীলোকটি তাহার মুখ চাপিয়া ধরিল। কিন্তু একটা বিষয়ে BBBDD DD uDuD DtuDBS DDD DDD BDuD BDBuSK LB BB DDD DDBD ক্ষমতা সম্বন্ধে সাধারণের হয়তো সন্দেহ হইতে পারে, কিন্তু এ ধারণা যে কতদূর অসত্য, তাহ গত মাসে দুগ্ধপানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সময় উমার মা ভালরূপই জানিত । ইহারা সেসব খবর জানিবে কোথা হইতে ? বেচারীদের ভুল ভাঙ্গিতে কিন্তু বেশী বিলম্ব হইল না, ধ্বস্তাধস্তিতে বিছানা ওলট-পালট হইয়া গেল, উমার আঁচড়-কামড়ে মতি-ঝি তো বিব্রত হইয়া উঠিল। গোলমালে একগাছা বালা হাত হুইতে খুলিয়া কোথায় চৌকির নীচের দিকে গড়াইয়া গেল। পিছন হইতে তাহার হাত-মুখ চাপিয়া ধরিয়া অনুগাছা নবাগতা স্ত্রীলোকটি ছিনাইয়া খুলিয়া লইল । BLDSD DDDYDD BBS D JYBBD DBDBS DDJL C BDB LLBY ওপর রেখে আসি-বাপারে, কি দস্তি!-- —এখন কোথায় রাখতে যাবি লো ? খ্যান্তমণিকে একটা খািল , দিবি নে ? --না বাপু, তাতে আর দরকার নেই, ওকে রেখে আসি-কেউ টের পাবে না, দেখি না বসে বসে। -- তুমুল গোলমাল, খোঁজাখুঁজি, হৈচৈ-এর পরে সন্ধ্যার সময় উমাকে পাওয়া গেল নেবুতলার সেণ্টজেমস পার্কের কোণে। কেবিন-ছাটাই বব ডি চুল ছেঁড়াখোড়া, কপালে ও গালে আঁচড়ের দাগ, হাত শুধু ফ্রকের কোমরবন্ধ ছিাড়িয়া বুলিতেছে - ‘মামা’, ‘মামা’ বলিয়া কঁদিতেছিল, অনেক লোক চারিধারে মিরিয়া জিজ্ঞাসাবাদ করিতেছে, একজন পিয়া একটা পাহারাওয়ালাও ভাকিয়া আনিয়াছো-ঠিক সেই •ষয় নিয়োগীমশায়, কুণ্ডুমশায়, সতীশবাবু, অখিলবাবু, খুকীয় মামা সবাই গিয়া উপস্থিত হইলেন। যথারীতি থানায় ডায়েরী ইত্যাদি হইল। কে তাহার বালা খুলিয়া লইয়াছে। এ সম্বন্ধে খুকী বিশেষ কোন খবর দিতে পারিল না। খুকীর মামাকে সকলে যথেষ্ট ভংগনা করিল। খবরদায়ী করিবার যখন সময় নাই, তখন পরের মেয়ে আনা কেন ইত্যাদি। সবাই বলিল f S.Sーい