পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( - vei বৈশাখ মাসের প্রথমে সহায়হরির এক দূর-সম্পৰ্কীয় আত্মীরের ঘটকালিতে ক্ষেপ্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পত্রটির বয়স চল্লিশের খুব বেশী কোন মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণ আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ী, সিলেট চুন ও ইটের ব্যবসায়ে দু’পয়সা নাকি করিয়াছে— এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কি না ! জামাইয়ের বয়স একটু বেশী, প্ৰথমে অন্নপূর্ণ জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, পরে পাছে ক্ষেস্তির মনে কষ্ট হয়, এই জন্য বল্পণের সময় তিনি ক্ষেস্তির হুগুষ্ট হন্তখনি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন-চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ীর বাহির হইয়া আমলকীতলায় বেহােরারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল । অন্নপূর্ণ চাহিয়া দেখিলেন, বেড়ার ধারের নীল রং-এর মেদিকুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, ক্ষেস্তির কম দামের বালুচরের রাঙা চেলীর আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। --র্তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে DD DDB DDBDB DDDDDDBD S BuBD Di BBBu DB DDBB S যাইবার সময় ক্ষেঞ্জি চোখের জলে ভাসিতে ভাসিতে সাস্থানার স্বরে বলিয়াছিল-ম, আষাঢ় মাসেই আমাকে এসো-বাবাকে পাঠিয়ে দিও-দু’টো মাস তো--- ওপাড়ার ঠানদিদি বলিলেন-তোর বাবা তোয় বাড়ী যাবে কেন রে, আগে নাতি 6छक-९छÇय Ve *** ক্ষেত্ত্বির মুখ লাজায় রাঙা হইয়া উঠিল। জলভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুয়েমির সুরে বলিল-না, বাবে না। বৈকি ?--দেখো তো, কেমন না যান। ফাত্তন-চৈত্র মাসের বৈকাল বেল উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু-হু কৱিত-তঁার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়ীতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবেনা, বলব একটা কথা, ঐ কোণটা ছিড়ে একটুখানি • এক বছরের উপর হইয়া গিয়াছে। পুমায়ায় আষাঢ় মাস। বর্ধ বেশ নামিয়াছে। BDBD DLDDBB D BBDDDB BDDD BBB BDYDBDD DBD S YE DBBDLDY সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন-ও তুমি ধ’রে রাখো, ও-রকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভাল কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতায় চটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন, দূর হইতে দেখিলে