পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V83 বিভূতি-রচনাবলী গন্ধ গাছগুলো থেকে উঠছে, এমন সুন্দর শ্ৰী হয়েছে ঝোপটির, সমান্ত কোপটি যেন বনলক্ষ্মীর ঋ্যামল শাড়ীয় একটা অঞ্চল-প্ৰাস্তুের মত। তার পরদিন তাঁকে দেখলুম। তিনি আমায় লক্ষ্য করেন নি, আপন মনে ঘাটের চাতালে উঠতে ঘাচ্ছিলেন। আমি ডাকসুম-বৌদি ঃ- বৌদিদি কেমন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন। -এ কি বিমল! কবে এলে ? আজি কি স্কুল খুলল ? কি রকম আছ?--সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বরটি ! সেই স্নেহ-করা শাস্তু চোখ দুটি । বৌদিদি আমার মনে ছুটির আগে যে স্থান অধিকার কবেছিলেন, চুটির পরের স্থানটা তার চেয়ে আরও ওপরে। • আমি সমন্ত দুটিটা তাকে ভেবেছি, নানা মূৰ্ত্তিতে নানা অবস্থায় তাকে কল্পনা করেছি, নানা গুণ তীতে আরোপ করেছি, তঁাকে নিয়ে আমার মুগ্ধ মনের মধ্যে অনেক ভাঙা-গড়া করেছি। আমাব মনের মন্দিরে আমারই শ্ৰদ্ধা ভালবাসায় গড়া তার কল্পনা-মুক্তিকে অনেক অর্ঘ্যচন্দনে চচ্চিত করেছি। তাই সেদিন যে বৌদিদিকে দেখলুম, তিনি পূজার ছুটির আগেকাব সে বৌদিদি নন, তিনি আমার সেই নিৰ্ম্মলা, পূতন্থদয়া পুণ্যময়ী মানসী প্রতিমা, আমাব পার্থিব বৌদিদিকে তিনি তঁর মহিমাখচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত ক’রে রেখেছিলেন, তার স্নেহ-করুণার জ্যোতিবাম্পে বৌদিদির রক্তমাংসের দেহটার একটা আড়াল সৃষ্টি কবেছিলেন। আমার মাথা শুস্কায় সম্রামে নত হয়ে পড়ল, আমি তঁর পায়ের ধুলো নিয়ে প্ৰণাম করলুম। বৌদিদি বললেন-এস, এস ভাই, আর প্রণাম করতে হবে না, আশীৰ্ব্বাদ করছি এমনিইরাজা হও । আচ্ছা বিমল, বাড়ী গিয়ে আমার কথা মনে ছিল ? মনে এলেও বাইরে আর বলতে পারলুম না-কে তবে আমাৰ মগ্ন চৈতন্যকে আশ্ৰয় ক’রে আমার নিত্য স্বষুপ্তির মধ্যেও আমার সঙ্গিনী ছিল বৌদি ?-শুধু একটু হেসে চুপ করে রইলুম। বৌদিদি জিজ্ঞাসা করলেন—ম ভাল আছেন ? আমি উত্তর দিলুম-হঁ্যা বৌদি, তিনি ভাল আছেন। তঁাকে আপনার কথা বললুম। বৌদিদি আগ্রহের সুরে বললেন--তিনি কি বললেন ? আমি বললুম-শুনে মারি দুই চোখ জলে ভ'রে এল, বললেন —একবার দেখাবি তাকে বিমল ? অামার নলিনীর শোক বোধ হয় তাকে দেখলে অনেকটা নিবারণ হয় । বৌদিদিরও দেখলুম দুই চোখ ছলছল ক’রে এল, আমায় বললেন, হ্যা, বিমল, তা মাকে এই মাসে নিয়ে এলে না কেন ? আমি বললুম-সো এখন হয় না বৌদি। বৌদিদি একটু ক্ষুব্ধ হলেন, বললেন-বিমল, জানো তো সেবার কি রকম কষ্টটা পেয়েছিা! এই বিদেশ বিভূই, মাকে আনলে এই মিথ্যে কষ্টটা তো আর ভোগ করতে হয় না | BBD BDu BD SLDDS DB BDB DBDBDB BD D uB BB DBD DiDDS DBDBB আমার বৌদি রয়েছেন, সে দেশ আমার বিদেশ নয়। মা মা থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদি ?